Advertisement
Advertisement
Bhangar

ভাঙড়ে ফের অশান্তি, এবার পারিবারিক বিবাদে ৫ জনকে কুপিয়ে খুনের চেষ্টা, চলল পালটা হামলাও

পালটা আঘাতে গুরুতর জখম হামলাকারীও।

Youth allegedly attempted to kill five by stabbing over family dispute in Bhangar | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 25, 2023 11:22 am
  • Updated:July 25, 2023 12:07 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের অশান্ত ভাঙড় (Bhangar)। এবার পারিবারিক বিবাদের জেরে ৫ জনকে কুপিয়ে খুনের (Stab to death) চেষ্টার অভিযোগ উঠল। তাঁদের জিরেনগাছা গ্রামীণ হাসপতালে ভরতি করা হয়েছে। যার বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ, সেই ব্যক্তিও জখম। তাঁকে কলকাতার (Kolkata)হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় দু’পক্ষের তরফেই কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

ভাঙড় দু’নম্বর ব্লকের সাতুলিয়া এলাকা। এখানে একটি রাস্তা নিয়ে পারিবারিক বিবাদ। আর তার জেরে সোমবার রাতে একই পরিবারের পাঁচজনকে ধারালা অস্ত্র (Sharp weapon) দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আহতদের ভাঙড় জিরেনগাছা হাসপাতালে সবাইকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে, যার বিরুদ্ধে অভিযোগ তাঁকেও পালটা ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে জানা যাচ্ছে। তাকে গুরুতর জখম অবস্থায় কলকাতার আর জি কর হাসপাতালে রেফার করেছে হাসপাতালের চিকিৎসক।

[আরও পড়ুন: পুলিশ ধরতেই ঘুষের টাকা গিলে ফেললেন সরকারি কর্মী!

পরিবার সূত্রে জানা যায়, দু’ভাই দীন মোহম্মদ হালদার ও যশোর হালদারের বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিবাদ। আর সেই রাস্তা দিয়ে যশোরের মেয়ে গেলে জোর করে দীন মোহাম্মদ হালদার আটকে দেন বলে অভিযোগ যশোর হালদারের। সেই সময় যশোরের মেয়ে রাস্তা আটকানোর ছবি মোবাইলে তোলে। আর তা দেখতে পেয়ে দীন মোহাম্মদের ছেলে বাপ্পা হালদার হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে যশোর হালদারের পরিবারের পাঁচজনকে কোপায় বলে অভিযোগ।

[আরও পড়ুন: ফের বগটুই গ্রামে আগুন, তৃণমূল সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফিরল আতঙ্ক]

পাশাপাশি সেই অস্ত্র যুবকের হাত থেকে কেড়ে নিয়ে যশোর হালদার পরিবারও ওই যুবককে পালটা কোপায় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে ভাঙড়ের জিরেনগাছা হাসপাতালে নিয়ে আসে। যুবক বাপ্পা গুরুতর জখম হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করেন। তবে এই ঘটনায় কাশিপুর থানায় উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement