Advertisement
Advertisement
Nadia

ঘুরতে নিয়ে যাওয়ার নামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, জেল হেফাজতে প্রতিবেশী যুবক

ওই নাবালিকা ও অভিযুক্ত প্রতিবেশী বলে খবর।

Youth arrested for physical assault in Nadia

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:June 13, 2025 7:36 pm
  • Updated:June 13, 2025 7:36 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: এক নাবালিকাকে বাড়ি থেকে ঘুরতে নিয়ে যাওয়ার নামে ধর্ষণের অভিযোগ উঠল। শুধু তাই নয়, পরে ওই নাবালিকাকে বাড়ির সামনে নামিয়েও দেওয়া হয়! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃতের নাম সানোয়ার শেখ। আজ, শুক্রবার ধৃতকে তেহট্ট আদালতে তোলা হয়েছিল। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, পলাশিপাড়া থানা এলাকাতেই বছর ১৩ বয়সের ওই কিশোরী ও অভিযুক্তের বাড়ি। প্রতিবেশী হওয়ায় অনেক দিন ধরেই তাদের মধ্যে পরিচয়। গতকাল, বৃহস্পতিবার অভিযুক্ত ওই নাবালিকার বাড়ি গিয়েছিল বলে খবর। নাবালিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথাও বলা হয়। পরিচিত হওয়ায় ওই কিশোরীর পরিবারের তেমন কিছুই সন্দেহ হয়নি। যুবকের সঙ্গে মেয়েকে ঘুরতে যেতে সম্মতিও জানানো হয়। এরপরই ওই যুবক কিশোরীকে নিয়ে বেরিয়েছিল।

অভিযোগ, ঘুরতে যাওয়ার নামে কিশোরীকে এলাকার একটি মাঠের সেতুর কাছে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই অভিযুক্ত ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে না বলতে হুমকিও দেওয়া হয়! এরপর ওই নাবালিকাকে ফের তার বাড়ি পৌঁছে দেওয়া হয়। বাড়ি ফেরার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। পরিবারের লোকজনের তাকে দেখে সন্দেহ হয়। কী কারণে অসুস্থতা, সেই বিষয়ে নাবালিকার কাছে জানতে চাওয়া হয়। তখনই বাড়ির লোককে সব কথা নাবালিকা জানায়। এরপর কালবিলম্ব না করে ওই পরিবার যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে সানোয়ার শেখকে গ্রেপ্তার করে। ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement