Advertisement
Advertisement

Breaking News

Kalyani

বিয়ের আগের দিন বন্ধুদের সঙ্গে গঙ্গায় নামাই কাল! তলিয়ে গেলেন যুবক

কীভাবে এই ঘটনা ঘটল, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Youth drowned in Kalyani

গঙ্গায় তলিয়ে যাওয়ার আগে বন্ধুর সঙ্গে সালাল মণ্ডল। (জানদিকে) সালালের আইবুড়ো ভাতের ছবি।

Published by: Paramita Paul
  • Posted:April 27, 2024 5:30 pm
  • Updated:April 27, 2024 5:31 pm

সুবীর দাস, কল্যাণী: মর্মান্তিক পরিণতি! বিয়ের আগের দিন বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে তলিয়ে গেলেন যুবক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কল্যাণীর গঙ্গার চসরহাটি ঘাটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল গয়েশপুরের বাসিন্দা সালাল মণ্ডলের। বয়স মাত্র ২৯ বছর। কিন্তু তা আর সম্ভব হল না। বাড়ি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়ায়। তাঁর বিয়ে ঠিক হয়েছিল মরিচা গ্রামে।

Advertisement

[আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক, ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার]

জানা গিয়েছে, শনিবার দুপুরে ফারুক ও আরেক বন্ধুর সঙ্গে কল্যাণীর চসরহাটি ভাগীরথী গঙ্গায় এসেছিলেন স্নান করতে। দুই বন্ধু উঠতে পারলেও সালাল জলের তোড়ে ভেসে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় চাকদহ থানায়। খবর পেয়ে ঘটনা আসে থানার অন্তর্গত মদনপুর পুলিশ ফাঁড়ি পুলিশ। ডুবে যাওয়া যুবক সালালের খোঁজ শুরু হয়েছে। কিন্তু এখনও খোঁজ মেলেনি। কীভাবে এই ঘটনা ঘটল, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, সপ্তাহ তিনেক আগে এমনই আরেকটি ঘটনা ঘটেছিল এই ঘাটে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কবে সম্বিত ফিরবে?

[আরও পড়ুন: ‘কল্যাণদার জন্যই আমাদের বিয়েটা হয়েছে’, কাঞ্চনকে ‘অপমান’ নিয়ে মুখ খুললেন শ্রীময়ী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ