Advertisement
Advertisement

Breaking News

ভুয়ো পরিচয়

খেলনা পিস্তল নিয়ে ডিআরডিও’র পরিচয়ে স্কুলে ঢুকে হুমকি, ধৃত ‘গুণধর’ যুবক

আগে এই স্কুলেই শিক্ষকতা করত ধৃত যুবক অরিজিৎ মেটে৷

Youth held for giving fake identity as DRDO in Hooghly
Published by: Sucheta Sengupta
  • Posted:August 9, 2019 4:27 pm
  • Updated:August 9, 2019 7:40 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ডিআরডিও পরিচয় দিয়ে হুগলির ইংরাজি মাধ্যম স্কুলে ঢুকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক৷ আপাতত সে জেল হেফাজতে৷ তার কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি নকল বলে জানিয়েছে পুলিশ৷

[আরও পড়ুন: মহিলাকে ধারাল অস্ত্রের কোপ ব্যক্তির, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা]

ঘটনার সূত্রপাত ২৬ জুলাই৷ এই দিন কোন্নগরের একটি ইংরাজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল বিশ্বরূপ দাসকে ফোন করে ডিআরডিও বলে নিজের পরিচয় দেন জনৈক অরিজিৎ মেটে নামে এক ব্যক্তি৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে প্রিন্সিপালকে তিনি জানান, তাঁর স্কুলের তিন শিক্ষক এবং এক কর্মীর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ আছে৷ তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও আছে৷ বলা হয়, কম্পিউটারের হার্ড ডিস্কের মাধ্যমে মহম্মদ নাসিম নামে এক কর্মী স্কুলের সমস্ত তথ্য অন্যত্র পাচার করছে৷ তাই হার্ড ডিস্ক বদলে না ফেললে সমুহ বিপদের কথাও শোনান ওই ব্যক্তি৷ বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মোবাইলের সিম কার্ড বদলে ফেলার নির্দেশ দেন৷

Advertisement

এরপর অরিজিৎ মেটে নামে ওই যুবক একদিন স্কুলে গিয়ে তদন্ত করেন, জিজ্ঞাসাবাদও করেন৷ বেশ কয়েকবার তিনি স্কুলে যান৷ মঙ্গলবারও গিয়েছিলেন স্কুলে৷ প্রিন্সিপালের সঙ্গে কথা বলার সময়ে সিসিটিভিতে তাঁর ছবি ধরা পড়ে৷ তাতে আরেক শিক্ষক দেখতে পান, ওই ব্যক্তির ট্রাউজারের পকেট থেকে উঁকি মারছে পিস্তল৷ তা দেখে আতঙ্কিত ওই শিক্ষক উত্তরপাড়া থানায় ফোন করে সবটা জানান৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরিজিৎকে গ্রেপ্তার করে৷ তারপরই গোটা বিষয়টি পরিষ্কার হয়৷

Advertisement

[আরও পড়ুন: ব্রাত্যজীবনে ইতি, অসহায় মাকে সংসারে ফিরিয়ে দায়িত্ব নিল ছেলে]

জানা গিয়েছে, অরিজিৎ মেটে দেড় বছর আগে এই স্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন৷ পরে ছেড়ে অন্য স্কুলে যোগ দেন৷ তবে এই স্কুলের মহম্মদ নাসিম নামে এক কর্মীর সঙ্গে অরিজিতের ব্যক্তিগত শত্রুতা ছিল৷ তাই সে বদলা নিতে ডিআরডিও’র নাম করে পরিকল্পনা করে৷ কিন্তু শেষমেশ পরিকল্পনা বানচাল হয়ে যায়৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় স্কুলে৷ এমনকি দুজন শিক্ষিকা পদত্যাগও করেন৷ আপাতত অরিজিৎ জেল হেফাজতে৷ স্কুলের পঠনপাঠন স্বাভাবিক থাকলেও, থমথমে সামগ্রিক পরিবেশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ