Advertisement
Advertisement
West Bengal

রাজ্যে প্রাথমিক-উচ্চ প্রাথমিকে স্কুলছুট শূন্য, কেন্দ্রের রিপোর্টে স্বীকৃতি

রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে উপকৃত হচ্ছেন বাংলার হাজার হাজার পড়ুয়া।

Zero school dropouts in primary-higher primary in West bengal, admits center report
Published by: Subhankar Patra
  • Posted:January 11, 2025 9:00 am
  • Updated:January 11, 2025 9:00 am  

নয়াদিল্লি: স্কুলছুট নিয়ে কেন্দ্রের শিক্ষামন্ত্রক একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বাংলার শিক্ষাক্ষেত্রে বড় সাফল‌্যকে স্বীকার করা হয়েছে। কেন্দ্রের তৈরি রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে গত এক বছরে স্কুলছুট হয়নি কোনও পড়ুয়া। অর্থাৎ, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি। রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকে স্কুলছুট নেই হিমাচল প্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুতে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তেলঙ্গানা, তামিলনাড়ু, কেরলে এই শিক্ষাবর্ষে স্কুলছুটের হার শূন্য ।

রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে উপকৃত হচ্ছেন বাংলার হাজার হাজার পড়ুয়া। মিড-ডে মিল, কন‌্যাশ্রী, সবুজসাথী, ঐক‌্যশ্রী ছাড়া আরও বিভিন্ন মেধা স্কলারশিপ রয়েছে পড়ুয়াদের স্কুলমুখী করতে। সে কারণেই রাজ্যে স্কুলছুট কমেছে বলে মনে করছে শিক্ষামহল। কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের রিপোর্ট প্রসঙ্গে এদিন কলকাতায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু বলেন, “ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে যখন স্কুলছুটের সংখ্যা বাড়ছে। তখন আমাদের রাজ্যে স্কুলছুট নেই। কেন্দ্রের রিপোর্ট তাই বলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্কুলছুট নেই। কারণ কেন্দ্র টাকা না দিলেও আমরা মিড-ডে মিল পৌঁছে দিয়েছি।”

Advertisement

কেন্দ্র সরকারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি বিহারে (৮.৯ শতাংশ)। এ ছাড়াও, রাজস্থান (৭.৬ শতাংশ), মেঘালয় (৭.৫ শতাংশ), অসম (৬.২ শতাংশ), অরুণাচল প্রদেশে (৫.৪) স্কুলছুটের হার বেশি।উল্লেখিত রাজ্যগুলিতে বিজেপি এককভাবে বা জোটে সরকারে রয়েছে।

উচ্চ প্রাথমিক স্তরেও স্কুলছুটের হার সবচেয়ে বেশি বিহারে, প্রায় ২৫.৯ শতাংশ। এই রাজ্যকে লাল তালিকাভুক্ত করেছে কেন্দ্র। এ ছাড়া, মেঘালয়েও পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মধ্যে গত শিক্ষাবর্ষে ১২.৪ শতাংশ পড়ুয়া স্কুলছুট হয়েছে। মধ্যপ্রদেশ (৬.৭ শতাংশ), রাজস্থান (৬.৮ শতাংশ), ঝাড়খণ্ড (৯ শতাংশ), অসম (৮.২ শতাংশ), অরুণাচল প্রদেশ (৬.৮ শতাংশ), নাগাল্যান্ড (৫.৮ শতাংশ) এবং মিজোরামে (৫.৯ শতাংশ) স্কুলছুটের সংখ্যা বেশি।
পশ্চিমবঙ্গেও স্কুলছুট রয়েছে, তবে তা মাধ্যমিক স্তরে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির স্কুলছুটের সংখ্যা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। এই স্তরে গত বছরে ১৭.৮৫ শতাংশ পড়ুয়া স্কুলছুট হয়েছে। মাধ্যমিক স্তরে স্কুলছুটের সংখ্যা সবচেয়ে বেশি বিহারে (২৫.৬৩)। এরপরই আছে যথাক্রমে অসম (২৫.০৭), কর্নাটক (২২.০৯), মেঘালয় (২২), গুজরাত (২১.০২), লাদাখ (১৯.৮৪), অরুণাচল প্রদেশ (১৯.২৯), সিকিম (১৯.০৫), মধ্যপ্রদেশ (১৭.৬৯), ছত্তিশগড় (১৬.২৯), মণিপুর (১৫.৩০) এবং ঝাড়খণ্ড (১৫.১৬)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement