Advertisement
Advertisement

Breaking News

স্টেট ব্যাঙ্কে ২২০০ প্রবেশনারি অফিসার নিয়োগ

মোট শূন্যপদের মধ্যে সাধারণ ১০২৮, ওবিসি ৫৯০, তফসিলি জাতি ৩৫১, তফসিলি উপজাতি ২৩১৷ মোট শূন্যপদের মধ্যে ৬০টি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷ শিক্ষাগত যোগ্যতা চাই যেকোনও শাখায় স্নাতক৷

2200 vacancy  inState bank
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 1:31 pm
  • Updated:June 11, 2018 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে ২২০০ কর্মী নিয়োগ করবে৷ আবেদন করতে হবে অনলাইনে www.sbi.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদনের শেষদিন ২৪ মে, ২০১৬৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CRPD/PO/2016-17/02, তারিখ ৬ মে, ২০১৬৷ পুরুষ-মহিলা উভয়েই আবেদনের যোগ্য৷
মোট শূন্যপদের মধ্যে সাধারণ ১০২৮, ওবিসি ৫৯০, তফসিলি জাতি ৩৫১, তফসিলি উপজাতি ২৩১৷ মোট শূন্যপদের মধ্যে ৬০টি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷ শিক্ষাগত যোগ্যতা চাই যেকোনও শাখায় স্নাতক৷ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টরাও আবেদন করতে পারবেন৷ স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ এপ্রিল, ২০১৬ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন৷ আবেদনের ফি ৬০০ টাকা, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা৷ ফি দিতে হবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে৷
প্রার্থী বাছাই করা হবে দু’টি পর্যায়ে৷ শুরুতে প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের অবজেকটিভ টাইপের৷ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টেটিভ অ্যাপ্টিটিউড ও রিজনিং এবিলিটি বিষয়ে প্রশ্ন৷ সময় ১ ঘণ্টা৷ দ্বিতীয় ধাপে মেন পরীক্ষা৷ থাকবে ২০০ নম্বরের অবজেকটিভ ও ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন৷ পরীক্ষা হবে এ রাজ্যের আসানসোল, বহরমপুর, বর্ধমান, ডোমকল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা ও শিলিগুড়িতে৷ সফল হলে নিয়োগ করা হবে ২৭,৬২০ টাকা বেসিক পে-তে, ২৩,৭০০ টাকা থেকে ৪২,০২০ টাকা বেতনক্রমে৷ অনলাইনে আবেদনের পর কোথাও কোনও প্রিন্ট আউটের কপি পাঠাতে হবে না৷ তবু আবেদনের প্রিন্ট আউট নিয়ে রাখবেন৷ আরও বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটেই৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ