Advertisement
Advertisement

স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার, রইল আবেদনের পদ্ধতি

আগামী ১৯ ফেব্রুয়ারি রাত আটটা পর্যন্ত করা যাবে আবেদন৷

402 jobs in WHRB
Published by: Sayani Sen
  • Posted:February 11, 2019 8:43 pm
  • Updated:February 11, 2019 8:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ ৪৪টি শাখায় মোট ৪০২ জন কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর৷ www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়েই আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে৷ আগামী ১৯ ফেব্রুয়ারি রাত আটটা পর্যন্ত এই শূন্যপদগুলির জন্য অনলাইনে আবেদন করা যাবে৷

      আবেদনকারীর যোগ্যতা:

Advertisement
  • কোনও স্বীকৃত এমবিবিএস ডিগ্রি-সহ রাজ্য বা ভারতীয় মেডিক্যাল শাখায় মেডিক্যাল ডিগ্রি থাকতে হবে৷
  • সুপার স্পেশ্যালিটির ক্ষেত্রে পোস্ট ডক্টরাল ডিগ্রি থাকলে ওই আবেদনকারীকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
  • জাতীয় স্তরে বা কোনও শিক্ষা প্রতিষ্ঠানের জার্নালে আবেদনকারীর লেখা প্রকাশিত হয়ে থাকলে তিনি অগ্রগণ্য৷
  • গ্রামাঞ্চলে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ওই প্রার্থীকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
  • ভারতীয় বা যে কোনও রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিষ্ট্রেশন থাকতে হবে।

[মাধ্যমিক পাশ হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?]

আবেদনকারীর বয়স:
১ জানুযায়ী ২০১৯ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির আবেদনকারীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন৷ আবেদনের পর গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেম বা জিআরপিএসের মাধ্যমে ২১০টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে যদিও আবেদনের জন্য ফি লাগবে না৷ আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত। একাধিক আবেদন করলে তা বাতিল হতে পারে। আবেদনের সময় মেডিক্যাল ডিগ্রি সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।

[রাজ্য পরিবহণ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

বেতন:
মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা৷ সঙ্গে গ্রেড পে ৫৪০০টাকা ও অন্যান্য ভাতা। পদগুলি প্রাথমিকভাবে অস্থায়ী হলেও পরে স্থায়ী হতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement