Advertisement
Advertisement
অঙ্গনওয়াড়ি

অঙ্গনওয়াড়িতে চাকরির সুযোগ, রইল আবেদনের খুঁটিনাটি

আগ্রহী প্রার্থীকে আগামী ১১ সেপ্টেম্বর আবেদন করতে হবে।

Anganwadi Worker and Anganwadi Helper Jobs for ICDS Project

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:September 1, 2019 4:31 pm
  • Updated:September 1, 2019 4:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলেই রয়েছে চাকরির সুযোগ। অঙ্গনওয়াড়িতে কর্মী এবং হেল্পার পদে বেশ কয়েকজন কর্মীকে নিয়োগ করা হবে। www.bankura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন। আগামী ১১ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন।

অঙ্গনওয়াড়ি কর্মী
শূন্যপদ: ৩টি

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক অথবা সমতুল কোনও বোর্ডের পরীক্ষায় পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে।
২. আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়ার বাসিন্দা হতেই হবে।
৩. শুধুমাত্র মহিলারাই আবেদনের যোগ্য।

Advertisement

[আরও পড়ুন: মাত্র ২৫ হাজার টাকা খরচে পাইলট হওয়ার সুযোগ, সৌজন্যে স্পাইসজেট]

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। ১ আগস্ট, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য হবে।

অঙ্গনওয়াড়ি হেল্পার:
শূন্যপদ: ৭টি (সাধারণ বা জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩টি করে পদ সংরক্ষিত। ১টি পদ তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত।)

শিক্ষাগত যোগ্যতা:
১. অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা সম্ভব।
২. যেহেতু শূন্যপদ শুধুমাত্র বাঁকুড়ার অঙ্গনওয়াড়িতে তাই আবেদনকারীকে অবশ্যই ওই জেলার বাসিন্দা হতে হবে।
৩. শুধুমাত্র মহিলারাই আবেদনের যোগ্য।

[আরও পড়ুন: স্নাতক হলেই ব্যাংক অফ বরোদায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। ১ আগস্ট, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য করা হবে।

আবেদনের পদ্ধতি:
www.bankura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে এই দু’ধরনের শূন্যপদে আবেদনের ফর্ম পাওয়া যাবে। ফর্মে যাবতীয় তথ্যাদি লিখে তা ওয়েবসাইটে উল্লিখিত নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৩টে পর্যন্ত জমা পড়া আবেদনই গ্রাহ্য করা হবে।

নিয়োগের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে আগামী ২২ সেপ্টেম্বর।

[বিঃদ্রঃ – শুধুমাত্র বাঁকুড়া জেলার বাসিন্দারা এই শূন্যপদে আবেদন করতে পারবেন।]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ