Advertisement
Advertisement

সিভিক ভলান্টিয়ার পদে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না৷

Civic Volunteers Jobs in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:January 18, 2019 5:18 pm
  • Updated:January 18, 2019 5:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি অষ্টম শ্রেণি পাশ? চাকরি খুঁজছেন? জানেন কি আপনার জন্য রয়েছে রাজ্য সরকারি চাকরির সুযোগ? একাধিক শূন্যপদে অন্তত দু’শো পঞ্চাশজনকে নিয়োগ করবে কলকাতা পুলিশ৷ একটি বিজ্ঞপ্তি দিয়ে সেকথাই জানানো হয়েছে৷ www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে গিয়েই মিলবে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য৷ আগামী ২৩ জানুয়ারি আবেদনের শেষদিন৷
কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চ, কলকাতা হোমগার্ড অর্গানাইজেশন, নর্থ অ্যান্ড নর্থ সাবার্বান ডিভিশন এবং ইস্টার্ন সাবার্বান পদে কর্মী নিয়োগ করা হবে৷ কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চে মোট ৬০ জনকে নিয়োগ করা হবে৷ ১০০টি শূন্যপদ রয়েছে কলকাতা হোম গার্ড অর্গানাইজেশনে৷ নর্থ অ্যান্ড নর্থ সাবার্বান ডিভিশনে ৫০ জনকে নিয়োগ করা হবে৷ ৪০টি শূন্যপদ রয়েছে ইস্টার্ন সাবার্বান ডিভিশনে৷

[আপনি কি স্নাতক? স্টেট ব্যাংকে রয়েছে প্রচুর চাকরির সুযোগ]

আবেদনের জন্য প্রয়োজন:
১. নারী-পুরুষ উভয়েই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
২. অষ্টম শ্রেণি পাশ হলেই করা যাবে আবেদন৷ 
৩. এনসিসি-র সঙ্গে যুক্ত থাকা আবেদনকারীরা এই শূন্যপদের জন্য অগ্রাধিকার পাবেন৷
৪. অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতরা এই শূন্যপদে আবেদন করলেও চাকরি পাবেন না৷
৫. আবেদনকারীকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতেই হবে৷
৬. কলকাতা পুলিশের আওতাধীন বাসিন্দারাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷

Advertisement

[রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

বয়স:
ন্যূনতম ২০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ ১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত সর্বোচ্চ ৬০ বছর বয়সিদের আবেদন গৃহীত হবে৷
আবেদনের পদ্ধতি:
www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন৷ আগামী ২৩ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে৷ ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ৷ কবে ইন্টারভিউ নেওয়া হবে, ওই ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা এই সংক্রান্ত তথ্য জানতে পারবেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ