Advertisement
Advertisement
সেনাবাহিনী

সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন আবেদনের খুঁটিনাটি

২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Indian Army invites application for soldier General Duty
Published by: Sayani Sen
  • Posted:December 15, 2019 6:39 pm
  • Updated:December 15, 2019 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সেনাবাহিনীতে যোগ দিতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ ভারতীয় সেনার গোর্খা রিক্রুটিং ডিপো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।

সেনা (জেনারেল ডিউটি)
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিকে মোট ৪৫ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে। এছাড়া প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম সাড়ে ১৭ থেকে সর্বোচ্চ ২১ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

চাকরির অন্যান্য শর্ত:
শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের পুরুষ প্রার্থীরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।

শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৫৭ সেন্টিমিটার। ছাতি(না ফুলিয়ে): ৭৭ সেন্টিমিটার। ছাতি(ফুলিয়ে):৮২ সেন্টিমিটার। ওজন: ৪৮কেজি।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা শূন্যপদে আবেদন করতে পারেন। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত আবেদনই গ্রাহ্য করা হবে।

প্রার্থী নির্বাচন:
শারীরিক মাপজোক এবং সুস্থতার ভিত্তিতে এই শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও লিখিত পরীক্ষাও নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement