Advertisement
Advertisement

Breaking News

ডেটা এন্ট্রি অপারেটর

রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Invite application for the post of data entry operator

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 20, 2020 5:28 pm
  • Updated:August 20, 2020 5:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, করোনা (Coronavirus) পরিস্থিতিতেও জারি হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কমার্শিয়াল কোর্ট বা বাণিজ্য আদালতে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

মোট শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন পাবেন।

Advertisement

[আরও পড়ুন: এবার থেকে একইসঙ্গে ব্যাংক, রেল ও অন্য সরকারি চাকরির পরীক্ষা, ছাড়পত্র দিল মন্ত্রিসভা]

আবেদনের পদ্ধতি:
[email protected] এই মেল আইডিতে আবেদনপত্র পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার প্রমাণপত্রের স্ক্যান করা কপি মেল করতে হবে। কেউ চাইলে ই-মেলের পরিবর্তে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন। ঠিকানাটি হল: জেলা বিচারকের করণ, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুর।

Advertisement

আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের ৩১ আগস্ট বিকেল সাড়ে চারটের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। তবে কবে, কোথায় ইন্টারভিউ নেওয়া হবে সে বিষয়ে পরে জানানো হবে।
আপাতত এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে চুক্তির মেয়াদ শেষের পর সময়সীমা বাড়তে পারে।

[আরও পড়ুন: রাজ্যে আশাকর্মী নিয়োগ, জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ