Advertisement
Advertisement

Breaking News

মহিলা মিলিটারি পুলিশ

আপনি কি মাধ্যমিক পাশ? সেনাবাহিনীতে চাকরির আবেদন করতেই পারেন

জেনে নিন আবেদনের পদ্ধতি৷

Job vacancy for the post of Soldier General Duty(Women Military Police)
Published by: Sayani Sen
  • Posted:May 1, 2019 8:01 pm
  • Updated:May 1, 2019 8:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেসব মহিলারা দেশের জন্য কাজ করতে চান, তাঁদের জন্য রয়েছে সুখবর৷ ভারতীয় সেনার মিলিটারি পুলিশ পদে ১০০ জন কর্মীকে নিয়োগ করা হবে৷ শুধুমাত্র মহিলারা এই শূন্যপদের জন্য আবেদন করতে  পারেন৷  www.joinindianarmy.nic.in– এই ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন৷ আগামী ৮ জুন আবেদনের শেষ দিন৷

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
মোট ৪৫ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করলেই সোলজার জেনারেল ডিউটি (মহিলা মিলিটারি পুলিশ) পদে আবেদন করা যাবে৷ তবে আবেদনকারীকে অবশ্যই প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করতেই হবে৷ 

Advertisement

[ আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন?]

আবেদনকারীর শারীরিক মাপজোক:
১. আবেদনকারীর উচ্চতা ১৪২ সেন্টিমিটার হলে, তবে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. চিকিৎসকের নির্ধারিত হিসাব অনুযায়ী উচ্চতার সঙ্গে ওজনেও সামঞ্জস্য থাকা বাঞ্ছনীয়৷
৩. চোখের কোনও সমস্যা থাকলে আবেদনপত্র বাতিল করা হতে পারে৷

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
১ অক্টোবর, ১৯৯৮ সাল থেকে ১ এপ্রিল, ২০০২ সালের মধ্যে জন্মগ্রহণকারীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ নির্ধারিত সরকারি নিয়মানুযায়ী নির্দিষ্টভাবেই বয়সে ছাড় পাবেন তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা৷

[ আরও পড়ুন: স্নাতক হলেই ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
www.joinindianarmy.nic.in– এই ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন৷ আগামী ৮ জুন আবেদনের শেষ দিন৷ কবে, কোথায় দৈহিক এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেই দিনক্ষণ জানার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রথমে প্রার্থীর দৈহিক পরীক্ষা নেওয়া হবে৷ ওই পরীক্ষায় সফল প্রার্থীদের নাম প্রকাশ করা হবে৷ তারপর সফল প্রার্থীদের দিতে হবে লিখিত পরীক্ষা৷ তাতে পাশ করলেই মিলবে চাকরি৷ সফল আবেদনকারীদের আম্বালা, লখনউ, জব্বলপুর, বেঙ্গালুরু এবং শিলংয়ের বিভিন্ন প্রান্তে নিয়োগ করা হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ