Advertisement
Advertisement
আদালতে কর্মী নিয়োগ

মাধ্যমিক পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ৮জুলাই আবেদনের শেষ দিন৷

Jobs in various post of Office of the District Judge, Howrah
Published by: Sayani Sen
  • Posted:June 20, 2019 6:53 pm
  • Updated:June 20, 2019 6:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি৷ স্টেনোগ্রাফার গ্রেড-৩, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি (পিওন/ নৈশপ্রহরী/ঝাড়ুদার)-সহ একাধিক বিভাগে হাওড়া জেলা আদালতে কর্মী নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ হবে৷ তবে ভবিষ্যতে কাজের নিরিখে এই প্রার্থীদের স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হতে পারে৷ আগামী ৮ জুলাই আবেদনের শেষ দিন৷

স্টেনোগ্রাফার গ্রেড-৩
শূন্যপদ: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতেই হবে৷ এছাড়াও মিনিটে ৩০টি ইংরাজি শব্দ কম্পিউটারে টাইপ করতে পারার দক্ষতা থাকা বাঞ্ছনীয়৷ কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করা থাকলে সেই আবেদনকারী অগ্রগণ্য৷
বেতন: গ্রেড পে ৩৯০০ টাকা হিসাবে বেতন ৭১০০ টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকা৷

Advertisement

লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ: ২১টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতেই হবে৷ এছাড়াও কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করা আবশ্যক৷
বেতন: গ্রেড পে ২৬০০ টাকা হিসাবে এই শূন্যপদে প্রার্থীদের ৫৪০০টাকা থেকে ২৫ হাজার ২০০টাকা বেতন দেওয়া হবে৷

Advertisement

প্রসেস সার্ভার
শূন্যপদ: ১১টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণি পাশ হতেই হবে৷
বেতন: এই শূন্যপদে নিয়োগ হওয়া প্রার্থী গ্রেড পে ২৩০০ টাকা হিসাবে ৫৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা বেতন পাবেন৷

[ আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন নিয়োগের খুঁটিনাটি]

গ্রুপ ডি (পিওন/নৈশপ্রহরী)
শূন্যপদ: ২৮টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যেতে পারে৷
বেতন: এই পদের গ্রেড পে ১৭০০ টাকা৷ এই হিসাবে চাকুরিরতরা ৪৯০০ টাকা থেকে ১৬ হাজার ২০০ টাকা বেতন হিসাবে পাবেন৷

গ্রুপ ডি (ঝাড়ুদার)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনকারীর বাংলা, হিন্দি, ইংরাজিতে লিখতে এবং পড়তে পারার যোগ্যতা থাকা বাধ্যতামূলক৷
বেতন: নিযুক্ত প্রার্থীরা ১৭০০ টাকা গ্রেড পে হিসাবে ৪৯০০ টাকা থেকে ১৬২০০ টাকা বেতন পাবেন৷

আবেদনকারীর বয়সসীমা: ১ জুন, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন৷ সরকারি নিয়মানুযায়ী তপসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী ৩ বছর বয়সে ছাড় পাবেন৷

[ আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি: www.djhowrahrecruitment.com এই ওয়েবসাইটের মাধ্যমে এই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন৷ সাধারণ(জেনারেল) প্রার্থীদের ফি হিসাবে ৪০০ টাকা জমা দিতে হবে৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের স্টেনোগ্রাফার গ্রেড-৩, লোয়ার ডিভিশন ক্লার্ক বিভাগে আবেদনের জন্য ব্যাংকে ৩০০ টাকা জমা দিতে হবে৷ প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি (ঝাড়ুদার) পদের জন্য ব্যাংকে জমা দিতে হবে মাত্র ১৫০ টাকা৷ ৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে৷

প্রার্থী নির্বাচনের পদ্ধতি: লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে৷ তবে কবে, কোথায় পরীক্ষা হবে তা জানার জন্য ওই ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ