Advertisement
Advertisement
Kolkata Police

স্নাতক হলেই Kolkata Police-এ মিলতে পারে চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Kolkata Police invites online application for the post of Sub-Inspector of Police (Male/ Female) (Unarmed Branch) and Sergeant । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:July 18, 2021 4:22 pm
  • Updated:July 18, 2021 4:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুলিশে (Kolkata Police) বিপুল পরিমাণ কর্মী নিয়োগ। সাব ইনস্পেক্টর (আনআর্মড ব্রাঞ্চ) এবং সার্জেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি।

সাব ইনস্পেক্টর (আনআর্মড ব্রাঞ্চ) (Sub Inspector) (Unarmed Branch)
শূন্যপদ: পুরুষ – ১৮১টি এবং মহিলা – ২৭টি

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনও স্তরের স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

সার্জেন্ট (Sergeant)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও স্তরের স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

বিঃদ্রঃ –

  • বাংলা ভাষা পড়া, লেখা, বলার দক্ষতা থাকা বাঞ্ছনীয়। তবে যাঁরা দার্জিলিং এবং কালিম্পংয়ের স্থায়ী বাসিন্দা তাঁদের ক্ষেত্রে ভাষাগত বাধ্যবাধকতা নেই।
  • সার্জেন্ট পদে কোনও মহিলা আবেদন করতে পারবেন না।

বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন। সরকারি নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শর্ত]

আবেদনের পদ্ধতি:
http://wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের ফি হিসাবে ব্যাংকে ২৭০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের মাত্র ২০ টাকা ফি দিতে হবে।

কবে, কোথায় পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আগ্রহী প্রার্থীকে http://wbpolice.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি পরীক্ষায় পাশ করলেই শূন্যপদে আবেদনকারীকে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ দিন:
১৯ জুলাই থেকে ১৯ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য http://wbpolice.gov.in এই ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: আইন নিয়ে কাজ করতে চান? রয়েছে সুযোগ, জেনে নিন বিস্তারিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement