Advertisement
Advertisement

Breaking News

আইনের জ্ঞান থাকলেই আপনার জন্য অপেক্ষা করছে রাজ্য সরকারের চাকরি

কীভাবে আবেদন করবেন, জেনে নিন৷

Law Officer Jobs under Government of West Bengal
Published by: Tanujit Das
  • Posted:October 1, 2018 9:05 pm
  • Updated:October 1, 2018 9:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের আইন দপ্তরে কর্মসংস্থান৷ ল অফিসারের ৫০টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ প্রক্রিয়া৷ ইচ্ছুক আবেদনকারীরা চলতি মাসের ৮ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন৷ এই বিষয়ে বিশদ তথ্য পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইট https://wb.gov.in ঠিকানায়৷

[রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

Advertisement

এই পদে কাজের জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক হতে হবে৷ তবে আইন বিষয়ে জ্ঞান থাকলে ও পাঁচ বছর আইনজীবী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকলে তাঁদের বিশেষ গুরুত্ব দিয়ে বিচার করা হবে৷ এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের৷ আবেদনকারীদের ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স ৫০ হতে পারে৷ তবে ৫৫ বছর বয়স পর্যন্ত তফসিলি জাতি ও উপ-জাতিভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন৷ ওবিসি-র ক্ষেত্রে বসয়ের সীমা ৫৩৷ ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে আবেদনকারীদের৷ বেছে নেওয়া হবে সেরা ৫০ জনকে৷ প্রত্যেকের ক্ষেত্রে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা৷

Advertisement

[জোনাল অফিসে কর্মী নিয়োগ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া]

কীভাবে আবেদন করবেন? পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে৷ পিডিএফ আকারে নিজের সিভি বা বায়োডাটা আপলোড করতে পারেন৷ তাতে অবশ্যই থাকতে হবে আবেদনকারীর নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা ইত্যাদি৷ এছাড়া ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারেন ‘Office of the Secretary, Law Department, Writers’ Building, Kolkata- 700 001’ ঠিকানায়৷ আবেদন করার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ