Advertisement
Advertisement

Breaking News

জেলায় মাধ্যমিক উত্তীর্ণদের জন্য ১৩৮০ শূন্যপদ

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে৷ যোগ্য প্রার্থীদের পরীক্ষার দিন ও স্থান জানিয়ে দেওয়া হবে৷ যথাযথভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ১ টি রঙিন পাসপোর্ট মাপের ছবি জুড়ে দেবেন৷

recruitment: village resource person
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 9:08 pm
  • Updated:June 12, 2018 3:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ২৪ পরগনা, বীরভূম ও মালদহ জেলায় ভিলেজ রিসোর্স পার্সন পদে ১৩৮০ জন কর্মী নিয়োগ করবে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেট৷ আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে৷ আবেদনের শেষদিন উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে ১৩ জুন, বীরভূমের ক্ষেত্রে ১০ জুন ও মালদহের ক্ষেত্রে ১২ জুন৷
আবেদনপত্রের বয়ান-সহ বিস্তারিত তথ্য পাবেন উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে www.north24parganas.gov.in, বীরভূমের ক্ষেত্রে www.birbhum.nic.in ও মালদার ক্ষেত্রে www.malda.gov.in ওয়েবসাইটে৷
শূন্যপদের বিন্যাস: উত্তর ২৪ পরগনা ৫৫০, বীরভূম ৪২০ ও মালদায় ৪১০৷ নিয়োগ করা হবে জেলাগুলির পঞ্চায়েতের অধীনে বিভিন্ন ব্লকে৷
ব্লক অনুযায়ী শূন্যপদ: উত্তর ২৪ পরগনার বাগদা ৯০, বারাসাত-এক ৯০, বনগাঁ ১৬০, আমডাঙা ৮০ ও গাইঘাটা ১৩০৷ বীরভূমের ক্ষেত্রে মহম্মদবাজার ১২০, ময়ূরেশ্বর-দুই ৭০, সাঁইথিয়া ১২০ ও লাভপুর ১১০ এবং মালদার ক্ষেত্রে ইংলিশবাজার ১১০, হবিবপুর ১১০, মানিকচক ১১০ ও চাঁচল-এক ৮০৷
শিক্ষাগত যোগ্যতা চাই মাধ্যমিক বা সমতুল পাস৷ প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে এবং জব কার্ড থাকা অবশ্যক৷ বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর৷ নিয়োগ হবে নো ওয়ার্ক নো পে-র ভিত্তিতে৷
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে৷ যোগ্য প্রার্থীদের পরীক্ষার দিন ও স্থান জানিয়ে দেওয়া হবে৷
যথাযথভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ১ টি রঙিন পাসপোর্ট মাপের ছবি জুড়ে দেবেন৷ এ ছাড়াও দেবেন ১টি নাম-ঠিকানা লেখা খাম৷ আবেদনপত্র ভরা খামের উপর প্রার্থীর পুরো নাম-ঠিকানা, Name of Gram Panchayat & Name of the Block লিখে দেবেন৷
আবেদনপত্র পাঠাবেন উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে The District Nodal Officer, Social Audit Unit, North 24 Parganas R.B.C. Road, Barasat, Hasting House Complex, Beside District MGNREGA Cell, ঠিকানায়৷ বীরভূম ও মালদার ঠিকানা পাবেন দুই জেলার ওয়েবসাইটে৷ সংশ্লিষ্ট ঠিকানায় রাখা ড্রপ বক্সেও পূরণ করা আবেদনপত্র জমা দেওয়া যাবে৷ নিয়োগ সংক্রান্ত আরও খুঁটিনাটি তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটগুলিতে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ