Advertisement
Advertisement
State Bank of India

মোটা বেতনের চাকরির সুযোগ স্টেট ব্যাংকে, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আবেদনের শেষ তারিখ কবে?

State Bank of India invites online applications for 606 posts
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 30, 2021 5:52 pm
  • Updated:October 16, 2021 5:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ? ব্যাংকে চাকরিই আপনার লক্ষ্য? সেই লক্ষ্যে পৌঁছতে পড়াশোনা করছেন? তবে সুখবর রয়েছে আপনার জন্য। প্রচুর কর্মী নিয়োগ করবে State Bank of India। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত নিয়োগ করা হবে ৬০৬ জনকে।

 

Advertisement

মোট শূন্যপদ -৬০৬

Advertisement

ম্যানেজার – ১২
ডেপুটি ম্যানেজার – ২৬
এক্সিকিউটিভ -১

রিলেশানশিপ ম্যানেজার (টিম লিড)- ৩১৪
রিলেশানশিপ ম্যানেজার – ২০
কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ – ২১৭
ইনভেস্টমেন্ট অফিসার-১২
সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) – ০২
সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট)-০২

বেতন- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ২৫০০০ থেকে ১,২৫০০০ এর মধ্যে। 

[আরও পড়ুন: Govt Jobs 2021: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে ফের স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হলেই উপরিউক্ত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পর একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন। সেটি পরবর্তীতে কাজে লাগতে পারে।

আবেদনের পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন State Bank of India-এর অফিসিয়াল ওয়েবসাইটের( https://www.sbi.co.in) মাধ্যমে।

[আরও পড়ুন:Govt Jobs 2021: গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত ]

আবেদনের শেষ তারিখ- আবেদন করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে।

পরীক্ষার তারিখ- অনলাইনে পরীক্ষা হবে ১৫ নভেম্বর।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.sbi.co.in এই ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ