Advertisement
Advertisement

Breaking News

West Bengal Health Recruitment Board invites online applications for various post

Govt Jobs 2021: রাজ্যে ৬ হাজারেরও বেশি নার্স নিয়োগ, আবেদন করতে ভুলবেন না

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

West Bengal Health Recruitment Board invites online applications for various post । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 7, 2021 3:45 pm
  • Updated:November 7, 2021 3:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকালে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপুল কর্মী নিয়োগ। বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Health Recruitment Board)। স্টাফ নার্স, ডেন্টাল টেকনিশিয়ান/মেকানিক, মেডিক্যাল টেকনোলজিস্ট, সায়েন্টিফিক অফিসার, অ্যাসিস্ট্যান্ট সুপারিটেনডেন্ট (নন মেডিক্যাল) এবং মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৬ হাজার ৩১০টি। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

স্টাফ নার্স (গ্রেড-২)
শূন্যপদ: ৬১১৪টি
আবেদনের শর্ত:

Advertisement
  • আবেদনকারীকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স অথবা বিএসসি (নার্সিং) পাশ হতে হবে।
  • বাংলা অথবা নেপালি ভাষায় লিখতে এবং বলতে পারার দক্ষতা থাকতে হবে।

 

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

ডেন্টাল টেকনিশিয়ান/ডেন্টাল মেকানিক
শূন্যপদ: ১৯টি
আবেদনের শর্ত:
ডেন্টাল টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা ডিগ্রিধারীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

মেডিক্যাল টেকনোলজিস্ট (গ্রেড-২)
শূন্যপদ: ১৩২টি
আবেদনের শর্ত:
মেডিক্যাল টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন আবেদনের যাবতীয় খুঁটিনাটি]

সায়েন্টিফিক অফিসার:
শূন্যপদ: ১টি
আবেদনের শর্ত:
বি.ফার্ম/বি.ফার্ম (আয়ুর্বেদ) ডিগ্রি অথবা রসায়নে সাম্মানিক স্নাতকরা এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (নন মেডিক্যাল)
শূন্যপদ: ৪৩টি
আবেদনের শর্ত:

  • হসপিটাল ম্যানেজমেন্ট/হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
  • বাংলা ভাষায় লেখা এবং কথা বলায় দক্ষ হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

মেডিক্যাল অফিসার
শূন্যপদ: ১টি
আবেদনের শর্ত:
আয়ুর্বেদে ডিগ্রি এবং শল্যতন্ত্রে পোস্ট গ্র্যাজুয়েট হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
http://www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষদিন:
১৮ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আগ্রহীকে আবেদন করতে হবে।

শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহীকে http://www.wbhrb.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: রাজ্যের ২ জেলায় ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ