৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

Nursing Training নেওয়া থাকলেই রয়েছে চাকরির সুযোগ, জেনে নিন খুঁটিনাটি

Published by: Sayani Sen |    Posted: August 2, 2021 1:35 pm|    Updated: August 2, 2021 1:35 pm

West Medinipur district magistrate office inviting application for the post of male nurse । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স? তবে আপনার জন্য রয়েছে সুখবর। করোনা কালেও রয়েছে চাকরির সুযোগ। পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের তরফে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। পুরুষ নার্স (Male Nurse) নিয়োগ করার কথা উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ আগস্টের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনকারীর যোগ্যতা:

  • আবেদনকারীকে নার্সিং ট্রেনিংপ্রাপ্ত হতে হবে।
  • নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন করা প্রার্থীরা অগ্রগণ্য।

বিঃদ্রঃ –
পুরুষ প্রার্থীরাই শুধুমাত্র এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা:
এই শূন্যপদে আবেদনের জন্য ন্যূনতম ২ বছর নার্স হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বয়সসীমা:
২৭ জুলাই, ২০২১ তারিখ অনুযায়ী ন্যূনতম ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
আবেদনপত্র পূরণ করে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে। খামের উপর অবশ্যই লিখতে হবে Post Applied For Male Nurse। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রমাণপত্রের প্রত্যয়িত নকল কপি জমা দিতে হবে। স্পিড পোস্ট কিংবা ক্যুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে না।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.paschimmedinipur.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে