Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

সামান্য নিম্নমুখী দেশের দৈনিক করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪০৩ জনের

কমছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা।

Corona in India: 91,702 new cases in last 24 hours, 3403 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 11, 2021 9:34 am
  • Updated:June 11, 2021 9:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য হলেও কমল দেশের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ, মৃত্যুর হার। বৃহস্পতিবার যে মৃত্যুর সংখ্যা লাফিয়ে ৬ হাজার পেরিয়ে গিয়েছিল, শুক্রবার তা নেমে এল ৩৪০০এ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৩৪০৩ জন, সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। বৃহস্পতিবারও আক্রান্তের সংখ্যা ছিল ৯৬ হাজারের বেশি। সেই তুলনায় শুক্রবার দেশের করোনা গ্রাফ খানিকটা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় কোভিডের (COVID-19) কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৬৭১।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩। সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৭৩ জন। করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৯ জনের। ইতিমধ্য়ে দেশের ২৪ কোটি ৬০ লক্ষ ৮৫ হাজার ৬৪৯ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। তবে এই হার আরও বাড়াতে হবে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। 

[আরও পড়ুন: গোমূত্র, গোবর দিয়ে তৈরি ওষুধ বিক্রি করে ‘ধনী’ কেরল সরকার, তীব্র কটাক্ষ RSS-এর]

দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা  আপাতত ফিকে, দেশে করোনার তৃতীয় ঢেউ সমাগত। গত কয়েকদিন করোনা গ্রাফ স্বস্তিজনক থাকার পর আচমকা বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা হু হু অনেকটা বেড়ে যাওয়ায় নতুন করে চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে। তবে কি ধাক্কা দিল তৃতীয় ঢেউ? যদিও হিসেব বলছে, অঙ্কের গরমিলে বিহারে মৃত্যুর হার অনেকটা কম ছিল। পরে আসল হিসেব সামনে আসায় সেই সংখ্যা অনেকটা বেড়েছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অবশ্য বলছে, দৈনিক হিসেবে মৃত্যু প্রায় অর্ধেকে নেমে এসেছে। তা সত্ত্বেও উদ্বেগ কাটছে না। টিকাকরণ আরও একটু দ্রুতগতিতে হোক, তা হলেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে খানিক বাড়তি জোর পাওয়া যাবে, এমনই মত আমজনতার।

[আরও পড়ুন: ভোলবদল! ‘ডাক্তাররা ভগবানের দূত’, মন্তব্য টিকা নিতে আগ্রহী রামদেবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ