BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

শাহরুখের সঙ্গে কাজ করতে ভালই লাগবে: আমির খান

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 28, 2016 8:04 pm|    Updated: January 11, 2021 5:11 pm

Aamir Khan: Would love to work with Shah Rukh Khan

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের সঙ্গে কাজ করতে তিনি পছন্দই করবেন৷ নিজের ‘দঙ্গল’ ছবি তৈরির ভিডিওর প্রকাশ অনুষ্ঠানে এসে এসআরকের প্রশংসাই শোনা গেল মিস্টার পারফেকশনিস্টের মুখে৷ এর আগে শাহরুখ-আমিরের বন্ধুত্বের কথা অবশ্য কোনওদিন শোনা যায়নি৷ তবে, শোনা যাচ্ছে, কিং খান নাকি ‘দঙ্গল’ ছবির প্রচারে আমিরকে অনেক সাহায্য করছেন৷ এমনকি আমিরকে নাকি জনসমক্ষে বলতেও শোনা গিয়েছে, শাহরুখ তাঁর বিশেষ বন্ধু৷

এর আগে, অবশ্য আমির-শাহরুখের ঝগড়ার কথাই বেশি জনসমক্ষে এসেছে৷ তাই হঠাৎ করে আমির শাহরুখ বন্ধুত্বের গুঞ্জনে বলিউড সরগরম৷ বলি পাড়ায় এখন জোড় গুঞ্জন, শাহরুখের জন্য নাকি সিনেমার স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থাও করেছেন আমির৷ এবং সেই স্ক্রিনিং-এ যে এসআরকে থাকছেনই সেটাও শোনা যাচ্ছে৷

বলিউডে সল্লু মিঞা মানে সলমনের সঙ্গে অামিরের যে সখ্যতা আছে তা শোনাই যায়৷ কিন্ত শাহরুখ? ‘দঙ্গল’ ছবি দর্শকদের কতটা চমক দেবে জানা নেই, ছবির প্রচারে শাহরুখ-আমিরের বন্ধুত্বের খবর বলিউডকে সত্যিই চমক দিয়েছে৷ অামিরের বিশেষ বন্ধু সলমনের সঙ্গে শাহরুখের ঝগড়ার কথাও কার না জানা, আর সেখানে কিনা সেই শাহরুখের সঙ্গেই সখ্যতা জমাচ্ছেন আমির?  নাকি এশুধুই ছবি প্রচারের গিমিক!

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে