Advertisement
Advertisement

Breaking News

বিশ্বের বাজারে নয়া রেকর্ড গড়ার পথে আমিরের ‘দঙ্গল’

জানেন, কোন কোন বিষয়ে বাহুবলীকেও ছাপিয়ে গেল আমিরের এই ছবি?

Aamir’s Dangal scripts history, on way to rupees 2000 crore club
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2017 7:01 am
  • Updated:June 14, 2017 7:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির এতদিন পরও ‘দঙ্গল’-এর সাফল্যের ধারা অব্যাহত। আর এই সাফল্যের নিরিখে প্রভাসের ‘বাহুবলী’কেও ছাপিয়ে গিয়েছে আমির খানের ছবি। এবারে নতুন রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে বলিউডের এই ব্লকবাস্টার। আয়ের নিরিখে খুব শিগগিরিই ২,০০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে আমিরের ‘দঙ্গল’। আর সেই সৌজন্যেই মিলে গিয়েছে আরও একটি আন্তর্জাতিক শিরোপা। ইংরেজি বাদে অন্য ভাষার ছবির ব্যবসার অঙ্কের ভিত্তিতে বিশ্বের সেরা পাঁচে জায়গা করে নিল বাস্তবের এই কাহিনি।

চিনের দর্শকদের কল্যাণেই আয়ের নিরিখে বহু আগেই প্রভাসের ‘বাহুবলী’কে টপকে গিয়েছিল আমিরের ‘দঙ্গল’। শেষ খবর পাওয়া পর্যন্ত আমিরের সিনেমার আয় ছুঁয়েছে প্রায় ১,৯৪১ কোটি টাকা। যার মধ্যে বিদেশের বক্স অফিস থেকে দঙ্গল টিম আয় করেছে মোট ১,৩৯৯ কোটি টাকা। শুধু চিন থেকে দঙ্গলের ঘরে এসেছে ১,১৫৭ কোটি টাকা। এর জন্য চিনের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। তাঁর মতে, গীতা-ববিতা ও মহাবীর সিং ফোগাটের এই কাহিনির সঙ্গে নিজদেরকে মেলাতে পেরেছেন চিনের দর্শকরা। সে কারণেই ‘দঙ্গল’কে আপন করে নিয়েছেন তাঁরা।

Advertisement

[সাসপেন্সের পারদ চড়িয়েছে ‘মেঘনাদবধ রহস্য’র ট্রেলার]

Advertisement

বিদেশি দর্শকদের ভালবাসার জোরেই ব্যবসার নিরিখে অনেক হলিউড ব্লকবাস্টারকেই ছাপিয়ে গিয়েছে পরিচালক নীতিশ তিওয়ারির এই ছবি। ইংরেজি ভাষার ছবি না হয়েও যে সমস্ত ছবি বিদেশে প্রচুর টাকা আয় করেছে, তাদের মধ্যে সেরা পাঁচে নিজের জায়গা করে নিয়েছে ‘দঙ্গল’। ৩,৫৫৪ কোটি টাকা আয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে চিনের ছবি ‘দ্য মারমেইড’। দ্বিতীয় স্থানে ‘দ্য ইনটাচেবেলস’। ফ্রেঞ্চ এই কমেডির কালেকশন ২,৭৪৪ কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চিন ও জাপানের ছবি ‘মনস্টার হান্ট’ ও ‘ইয়োর নেম’। দু’টি ছবির এখনও পর্যন্ত রোজগার যথাক্রমে ২,৪৮১ কোটি টাকা এবং ২,২৭৫ কোটি টাকা। আর যেভাবে আমিরের ছবি এগোচ্ছে, তাতে স্পষ্ট দ্রুত এই ধাপ গুলিও পেরিয়ে যেতে পারে ভারতীয় ছবিটি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

[পাঁচ বছর পর ফের জুটি বাঁধছেন আবির-পাওলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ