Advertisement
Advertisement

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ!

জানেন কার সঙ্গে বিয়ে করছেন অভিনেত্রী?

Actress Monami Ghosh to tie knot with long time  boyfriend Saikat Baruri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2017 7:26 am
  • Updated:July 13, 2018 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে এখন বিয়ের মরসুম। কয়েকদিন আগেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রিয়া সেন।তাঁর দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গেই চুপিসারে বিয়ে সেরে ফেললেন পুণেতে। একই সঙ্গে কানে আসছে বেশ কিছু সেলেব্রিটিদের বিয়ের কথা। যেমন এই নভেম্বরেই বিয়ে করতে চলেছে টলিউডের অন্যতম মিষ্টি জুটি অভিনেতা গৌরব চক্রবর্তী ও অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। তাঁদের বিয়ের সানাই বাজলো বলে। আপাতত বিয়ের কেনাকাটা নিয়েই ব্যস্ত তাঁরা। এরই মাঝে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ।

[কিংবদন্তির কীর্তি, ‘ময়ূরাক্ষী’ ছবিতে গান গাইলেন সৌমিত্র চট্টোপাধ্যায়]

Advertisement

ছোটপর্দায় কয়েকবছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী মনামী। একাধিক মেগা সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গেছে তাঁকে। ‘পুণ্যি পুকুর’ মেগার মুখ্য চরিত্রে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি ‘অদ্ভূতুড়ে’ মেগা সিরিজের একটি গল্পে দেখা যায় তাঁকে। তবে শুধু ছোটপর্দা নয়, বড়পর্দাতেও নানা ধরনের চরিত্রে দেখা গেছে মনামীকে। অনীক দত্তের ছবি ‘ভূতের ভবিষ্যত’-এ এক আইটেম নম্বরেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। শেষ তাঁকে দেখা গেছে ‘বেলাশেষে’ ছবিতে। সেখানেও তিনি নিরাশ করেননি তাঁর ফ্যানেদের।

[একান্ত আড্ডায় ‘ব্যোমকেশ’ যিশু, ‘অজিত’ শাশ্বত সঙ্গে অঞ্জন দত্ত  ]

শোনা যাচ্ছে এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে পরিকল্পনা শুরু করেছেন মনামী। আগামী বছরই নাকি বিয়ে করতে চলেছেন তিনি। পাত্র তাঁর বহুদিনের বিশেষ বন্ধু সৈকত বারুরি। পেশায় কোরিওগ্রাফার সৈকত আর মনামী ট্রুপে একইসঙ্গে নাচতেন। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। কিছুদিন আগে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তাইল্যান্ডে। সোশ্যাল সাইটে একে অপরের প্রোফাইলে পোস্টও করেন সেই ছবি। এখন শুধু অপেক্ষা চার হাত এক হওয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement