সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার পর্নস্টার স্টেফানি ক্লিফোর্ড ওরফে স্টর্মি ড্যানিয়েলস। বুধবার ওহাইও শহরে একটি ‘স্ট্রিপ ক্লাব’ থেকে ড্যানিয়েলস ও তাঁর আইনজীবী মাইকেল অ্যাভেনাটিকে ‘অশালীন’ ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়৷
[দুর্নীতির প্রতিবাদ, বাড়িছাড়া করা হল পাকিস্তানের প্রথম শিখ পুলিশ আধিকারিককে]
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দু’দিনের জন্য ‘সাইরেনস জেন্টালম্যানস ক্লাব’-এ পারফর্ম করার কথা ছিল ড্যানিয়েলসের৷ বুধবার তাঁর প্রথম শো ছিল৷ অভিযোগ, নাচ চলাকালীন এক অতিথি তাঁকে স্পর্শ করেন৷ এবং এমনটা নাকি ওই পর্নস্টারের উসকানিতেই হয়৷ এমন আচরণ ক্লাবে নিষিদ্ধ৷ ফলে অশালীন ব্যবহারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ৷ একই সঙ্গে গ্রেপ্তার করা হয় তাঁর আইনজীবী মাইকেল অ্যাভেনাটিকে৷ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্টর্মি৷ তাঁর আইনজীবীর অভিযোগ, সমস্তই চক্রান্ত৷ টুইট করে তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই হেনস্তা করা হচ্ছে তাঁর মক্কেলকে৷ ঘটনার নেপথ্যে যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হাত রয়েছে এমন ইঙ্গিতও দিয়েছেন অ্যাভেনাটি৷
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস৷ দীর্ঘ অভিযোগ পালটা অভিযোগের পর ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন তিনি৷ সেই মামলা এখনও চলছে৷ ২০০৬ সালে এক গল্ফ ইভেন্টে স্টেফানি ক্লিফোর্ডের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ হয়। অভিযোগ, এরপরই তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন ট্রাম্প। সেই সময় একটি ফিল্মে স্ট্রমি ড্যানিয়েলস নামের চরিত্রে অভিনয় করছিলেন ক্লিফোর্ড। এর ঠিক একবছর পরেই মেলানিয়াকে বিয়ে করেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে, ট্রাম্পের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের বিষয়টি নিয়ে ক্লিফোর্ড প্রথম মুখ খোলেন ২০১৬-তে। পরিস্থিতি বিবেচনা করে ক্লিফোর্ডের সঙ্গে চুক্তিতে যায় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মিখায়েল কোহেন। মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়া হয় ওই পর্নস্টারকে।
[মার্কিন হুমকি অগ্রাহ্য করে ভারতকে জ্বালানি তেল দেবে ইরান]