সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্য পশুকে সামলে নেওয়াটা তাঁর কাছে এমন কিছু ব্যাপার নয়! কিন্তু, অন্য একটা ছবি যদি প্রতিপক্ষ হিসেবে উপস্থিত হয়?
যা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে শঙ্করের মতো ডাকাবুকো বাঙালি ছেলেও পিছু হটে!
আসলে টলিপাড়য় এখন এটাই গুজব। প্রতিপক্ষের চাপের মুখে শঙ্করকে রুপোলি পর্দায় হাজির করতে চাইছে না শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সেই জন্য ২০১৬-র শীতে ‘চাঁদের পাহাড়’-এর সিক্যুয়েল ‘আমাজন অভিযান’ মুক্তি পাওয়ার কথা থাকলেও তার মেয়াদ এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা। এই শীতে আর নয়, খবর অনুযায়ী রুপোলি পর্দায় শঙ্কর মুখ দেখাচ্ছে সামনের দুর্গাপুজোয়। সেই ২০১৭ সালে!
খবর আরও বলছে, শঙ্করের প্রতিপক্ষ খোদ ব্যোমকেশ। আগামি শীতে মুক্তি পেতে চলেছে অরিন্দম শীলের নতুন ছবি ‘ব্যোমকেশ পর্ব’। অরিন্দম শীলের ঘরানা মেনে ছবিটি যথারীতি তুলে ধরেছে টলিপাড়ার একঝাঁক ডাকসাইটে অভিনেতাকে। তার উপর ব্যোমকেশের ছবির দর্শকও কম নয়। তাই ব্যবসা বাঁচাতে ‘আমাজন অভিযান’-এর মুক্তিই পিছিয়ে দিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
অবশ্য, সংস্থাটি এই অভিযোগ স্বীকার করছে না। তাদের তরফে বক্তব্য, ছবির কাজ এখনও পুরোটা শেষ হয়নি। তাই তাড়াহুড়ো করে ছবি মুক্তির প্রশ্নই উঠছে না!
মন্দ কী! কথায় তো বলেই, সবুরে মেওয়া ফলে!