Advertisement
Advertisement

শহরে আজ অমিতাভ, শাহরুখ, কাজল

চলছে কলকাতা আঈন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি! কিন্তু, বাংলাটা বলতে পারবেন শাহরুখ?

Amitabh Bachchan, Shah Rukh Khan And Kajol Will Inaugarate 22nd KIFF Along With Mamata Banerjee Today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 8:58 am
  • Updated:June 22, 2022 3:07 pm

স্টাফ রিপোর্টার: কথা দিয়েছিলেন কিন্তু৷ বাংলাটা বলতে পারবেন শাহরুখ? অমিতাভ হাসতে হাসতে কী বলেছিলেন মনে আছে গতবার? বয়সের কথা তুলে বলেছিলেন, রেহাই দিতে৷ মুখ্যমন্ত্রীর কথা ফেরাতে পারবেন? এবার তো কাজলও আসছেন৷ বয়স বাড়ছে একবারও মনে হচ্ছে?
ঝলমলে চোখধাঁধানো মায়ায় অ্যাড্রিনালিন ক্ষরণ৷ শুধু চলচ্চিত্র নয়৷ দেশের-বিদেশের জীবনচিত্র, স্টারডম– এক কথায় বিয়ন্ড লাইফ৷ আজ শুক্রবার বক্স অফিসের উচ্চতা উপচে কার্পেটে পা পড়ছে ছ’ ফুট দু’ ইঞ্চি লম্বা এক মেগাস্টারের৷ সত্তর পেরিয়েও অবিনশ্বর আবির্ভাব৷ শাহরুখ, কাজল, সঞ্জয় দত্ত, পরিণীতি চোপড়াকে সঙ্গে নিয়ে আবারও কলকাতার রেড কার্পেটে সস্ত্রীক অমিতাভ বচ্চন৷ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার ২২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের৷ চলবে ১৮ নভেম্বর পর্যন্ত৷ এক ঝলকে চোখের সামনে গ্যালাক্সি৷
মুখ্যমন্ত্রীর কথায়, “এক বছরের অপেক্ষার অবসান৷ বিশ্বের সেরা চলচ্চিত্রগুলিকে এক জায়গায় এনে সাধারণ মানুষের আরও এক উৎসব৷” ঠিক তাই৷ এটাই মুখ্যমন্ত্রী বলতে চেয়েছিলেন৷ এবারের চলচ্চিত্র উৎসবটা সাধারণ মানুষের জন্য৷ এই প্রথম ‘চলচ্চিত্র সকলের জন্য৷ সকলে সিনেমার জন্য৷’ একদিন আগেই তাই সাধারণ মানুষের জন্য বিশ্ব চলচ্চিত্র জগতের যাবতীয় ভাণ্ডার খুলে দিয়ে মুখ্যমন্ত্রীর আহ্বান, “প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল৷ চলচ্চিত্রের সেরা তারকাদের মেলায় দেশ-বিদেশের চলচ্চিত্রের বিশিষ্ট মানুষ৷ কে নেই সেখানে৷ তাঁদের ছবির পাশাপাশি সাধারণ মানুষ এবার দেখবে তাঁদের জীবন, তাঁদের কাজেরও নানা দিক৷”
সব মিলিয়ে শহরের ১৩টি পর্দায় ১৫৬টি সিনেমা দেখানো হবে এই উৎসবে৷ থাকছে মোট ৬৫টি দেশের সিনেমা৷ একইসঙ্গে থাকছে ১৩৬টি ডকুমেন্টরি৷ এবারের ফোকাসড কান্ট্রি চিন৷ প্রথমবার বাংলা সিনেমা দিয়ে উৎসবের শুরু হচেছ৷ নন্দন ২-তে এই প্রথম ‘টু কে’ প্রযুক্তিতে ছবি দেখানো হবে বলে জানানো হয়েছে৷ বিদেশের সমস্ত বড় ছবি এই প্রযুক্তিতেই দেখানো হয়৷ থাকছে সত্যজিৎ রায়কে নিয়ে চলচ্চিত্রকার গৌতম ঘোষের ডকুমেন্টরিটিও৷ এই প্রথম কোনও চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে সেটি৷ অর্থাৎ, রাজ্য শুধু নয়, রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের সংস্কৃতিকে এক ছাতার তলায় এনে দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে বৃহস্পতিবার ইন্ডোরে প্রস্তুতি বৈঠক সেরেছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়রা৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ