Advertisement
Advertisement

Breaking News

শুটিংয়ে ব্যস্ত, জানাতেই ডি-লিট তালিকা থেকে ‘ডিলিট’ অমিতাভর নাম

খোদ আচার্যের নির্দেশেই এই ব্যবস্থা।

Amitabh bachchan will not be honoured with D.litt by RBU
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2018 9:32 am
  • Updated:January 11, 2021 5:24 pm

স্টাফ রিপোর্টার: শুটিংয়ে ব্যস্ত। পুরস্কার নিতে আসতে পারবেন না। তাই ডি-লিট প্রাপকদের তালিকা থেকে অমিতাভ বচ্চনের নাম বাদই দিয়ে দিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য সব্যসাচী বসুচক্রবর্তী বলছেন, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত না থাকলে ডি-লিট দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন আচার্য ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তাঁর নির্দেশে বাদ পড়েছে কিংবদন্তি এই অভিনেতার নাম।

[আমি পড়তে চাই কাকু! পুলিশ হওয়ার স্বপ্নে বুঁদ বর্ধমান স্টেশনের ‘স্লামডগ’]

Advertisement

রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে ডিগ্রি ও শংসাপত্র তুলে দেন আচার্য তথা রাজ্যপাল। কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আবার সমাজের বিভিন্ন কৃতীদের ডি-লিট সম্মান দেওয়া হয়। গত জানুয়ারি মাসে সাহিত্য ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি-লিট উপাধি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ৮ মে জোড়াসাঁকো ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের। ওই অনুষ্ঠানে আরও অনেকের সঙ্গে অভিনেতা অমিতাভ বচ্চনকেও ডি-লিট উপাধি দেওয়ার কথা ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু, শুটিং থাকায় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন বিগ বি। শেষপর্যন্ত, ডি-লিট প্রাপকদের তালিকা থেকে তাই অমিতাভ বচ্চনের নাম বাদই দিয়ে দিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

[আফগানিস্তানের কায়দায় মুর্শিদাবাদে হেরোইন তৈরি, ধৃত পাচারকারী]

কিন্তু, কেন এমন সিদ্ধান্ত?  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুচৌধুরী জানিয়েছেন, যদি কেউ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত না থাকেন, তাহলে তাঁকে ডি-লিট দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন রাজ্যপাল ও আচার্য কেশরীনাথ ত্রিপাঠি। তাঁর নির্দেশেই ডি-লিট প্রাপকদের তালিকা থেকে বাদ অমিতাভ বচ্চনের নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকতে না পারার জন্যই ডি-লিট পাবেন না তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যাল সূত্রে জানা গিয়েছে, সমাবর্তন অনুষ্ঠান ডি-লিট সম্মান দেওয়া হবে লেখিকা নবনীতা দেবসেন,  চিত্রশিল্পী যতীন দাস এবং সংগীতশিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। পুরষ্কৃত করা হবে চিত্রশিল্পী রবীন মণ্ডল, সংগীতশিল্পী রুমা গুহঠাকরতা, শিল্পী নীরঞ্জন প্রধান-সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে।

[১০৫ বছর বয়সে নতুন দাঁত, ঘটা করে অন্নপ্রাশন ফুলমালাদেবীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ