BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

গ্রেপ্তারির ২৪ ঘণ্টার মধ্যেই আরমানের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার প্রেমিকার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 13, 2018 5:19 pm|    Updated: June 13, 2018 5:19 pm

Armaan Kohli’s girlfriend withdraws complaint

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টাও পূর্ণ হয়নি৷ এর মধ্যেই ভোল পালটে ফেললেন নীরু রানধাওয়া৷ প্রেমিক আরমান কোহলির বিরুদ্ধে করা যাবতীয় অভিযোগ ফিরিয়ে নিলেন তিনি৷ আদালতের কাছে এ সিদ্ধান্ত জানিয়ে দিলেন আরমানের আইনজীবী৷ তবে অভিনেতা এখনও ছাড়া পাননি৷ কারণ মামলাটি আদালত পর্যন্ত গড়িয়েছে৷ তাই আদালতের নিয়ম মেনেই তাঁকে জামিন পেতে হবে৷ তবে তাঁর মুক্তি পাওয়া কেবল সময়ের অপেক্ষা৷

[মুক্তির আগেই বিপাকে ‘সঞ্জু’, বিশেষ দৃশ্য নিয়ে অভিযোগ দায়ের সেন্সর বোর্ডে]

ঘটনার সূত্রপাত হয়েছিল জুন মাসের চার তারিখ৷ মাথায় চোট নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন নীরু রানধাওয়া৷ অভিযোগ জানিয়েছিলেন, প্রেমিক আরমান কোহলি তাঁর এমন হাল করেছে। আর্থিক সমস্যা নিয়ে দু’জনের বচসা হয়েছিল। যার জেরে চুলের মুঠি ধরে তাঁকে বেদম প্রহার করেন আরমান। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনার পর প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন আরমান। এক সপ্তাহের মধ্যে তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্ত তাতেও বরফ গলেনি। অভিনেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পুলিশ সূত্রে খবর, তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন আরমান। মহারাষ্ট্র, পুণের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। পুলিশ যাতে তাঁকে ধরতে না পারে এর জন্য বারবার সিম কার্ড পালটাচ্ছিলেন তিনি। এই সিম কার্ড পালটানোই কাল হল। লোনাভলায় এক বন্ধুর ফার্মহাউসে উঠেছিলেন আরমান। সেখানকার এক দোকানে সিম কার্ড পালটাতে গিয়েছিলেন তিনি। অভিনেতাকে দেখেই চিনতে পারে দোকানদার। তাঁকে কিছু বুঝতে না দিয়েই পুলিশকে ফোন করেন। মাত্র দুই ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় সান্তাক্রুজ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় আরমান কোহলিকে। নারী নির্যাতন-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে।

[জনপ্রিয় অভিনেত্রীর স্নানের দৃশ্য ফাঁস, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়]

কিন্তু বুধবার বেলা গড়াতেই ঘটনার মোড় ১৮০ ডিগ্রি ঘুরে গেল। নিজের অভিযোগ ফিরিয়ে নিলেন নীরু। প্রসঙ্গত বিগ বস-এর অন্দরে থাকাকালীনও আরমানের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন সহ-প্রতিযোগী সোফিয়া হায়াত। তবে সে সময়ও মাত্র ২৪ ঘণ্টার জন্যই জেলে ছিলেন আরমান। এর নেপথ্যে অভিনেতার বাবা, তথা বলিউডের নামকরা প্রযোজক-পরিচালক রাজকুমার কোহলির প্রভাবই দেখছেন অনেকে।

[বিশ্বকাপ জ্বরে আক্রান্ত টলিপাড়া, পছন্দের খেলোয়াড় নিয়ে মুখ খুললেন নায়িকারা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে