Advertisement
Advertisement

জাতীয় মঞ্চে ‘ময়ূরাক্ষী’র ঢেউ, সেরা অভিনেতা ঋদ্ধি

মৃত্যুর পর সেরা অভিনেত্রী শ্রীদেবী৷

Atanu Ghosh's film Mayurakshi wins national award
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2018 2:00 pm
  • Updated:January 10, 2019 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ময়ূরাক্ষী’র স্রোতে ভাসল জাতীয় সিনে মঞ্চ৷ বাবা-ছেলের রসায়নে দ্রব হলেন জাতীয় জুরিরা৷ বিষয় ও দুই তুখড় অভিনেতার যুগলবন্দি অতনু ঘোষের ছবিকে যে মাত্রা দিয়েছিল, তা অনায়াসে পেরিয়ে গেল বাংলার সীমানা৷জাতীয় পুরস্কারের মঞ্চে পেল সেরা বাংলা ছবির স্বীকৃতি৷ সেই সঙ্গে দেশে সেরা অভিনেতা হলেন বাংলার ছেলে ঋদ্ধি সেন৷

৬৫ তম জাতীয় পুরস্কার মঞ্চে বাংলার জয়জয়কার৷ জুরি শেখর কাপুর অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’ দেখে মুগ্ধ৷ তাঁর দাবি, এ ছবি কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া উচিত৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সংহত অভিনয়, সুদীপ্তা চক্রবর্তীর অনবদ্য পারফরম্যান্স, সর্বোপরি ছবির বিষয়, ‘ময়ূরাক্ষী’কে বাঙালির মনের কাছাকাছি করে তুলেছিল৷ জাতীয় মঞ্চ তাকে সেরার স্বীকৃতি দিতে ভুলল না৷

Advertisement

[  পরিচালক পরমব্রতর হাত ধরে ফের টলিউডে সৌমিত্র-তনুজা ]

Advertisement

অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’ ছবির জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন ঋদ্ধি সেন৷ বাংলার এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে তাঁকে অন্যতম ধরা হয়৷ সেরার স্বীকৃতি বুঝিয়ে দিল, ঋদ্ধি শুধু বাংলার নয়, দেশেরও সম্পদ৷ ‘নগরকীর্তন’ ছবিটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ডও পেয়েছে৷

সেরা হিন্দি ছবি রাজকুমার রাওয়ের ‘নিউটন’৷ ছবির জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেলেন পঙ্কজ ত্রিপাঠী৷ ‘মম’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শ্রীদেবী৷ মরণোত্তর এই সম্মান পেলেন অভিনেত্রী৷ অ্যাকশন ও স্পেশাল এফেক্টে সেরা ‘বাহুবলী-দ্য কনক্লুশন’৷ ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির জন্য সেরা কোরিওগ্রাফার হয়েছেন গণেশ আচারিয়া৷ সেরা পরিচালক হয়েছেন নাগরাজ মঞ্জুলে৷ আঞ্চলিক ছবির ভূয়সী প্রশংসা করেছেন শেখর কাপুর৷ ভারতীয় ছবির মান যে আঞ্চলিক ছবি অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা স্বীকার করতে কসুর করেননি তিনি৷ দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিনোদ খান্না৷ পুরস্কার প্রদান অনুষ্ঠান ৩ মে৷

 কাটল জীবনের তাল, প্রয়াত ঢোলের জাদুকর বলরাম হাজরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ