Advertisement
Advertisement

Breaking News

প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১৫০০ কোটির ক্লাবে ‘বাহুবলী ২’

ভারতীয় সিনেমার নয়া ইতিহাস...

Baahubali scripts history, enters 1500 crore club
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 19, 2017 1:49 pm
  • Updated:May 19, 2017 1:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেক্সপিয়র-মহাভারতের মিশেল, গ্রাফিক্সের কারসাজি আর প্রভাস-অনুষ্কাদের অভিনয়, ‘বাহুবলী ২’ ছবির ফ্রেমে ফ্রেমে মিশে আছে সবকিছুই৷ আর সেই ককটেলই ভারতীয় সিনেমার ইতিহাসে তৈরি করছে একের পর এক রেকর্ড৷ সম্প্রতি তা ছুঁয়ে ফেলল নয়া মাইলস্টোন৷ প্রথম কোনও ভারতীয় সিনেমা হিসেবে ১৫০০ কোটির ক্লাবে পা রাখল এস এস রাজামৌলির সিনেমা৷

আসলে এ কৃতিত্ব ‘বাহুবলী ২’-এর হলেও, প্রথম পর্বটিকেও কিন্তু এর থেকে বাদ রাখা যাবে না৷ কেননা সেটির প্রভাব অনেকখানি রয়েছে দ্বিতীয়টির সাফল্যে৷ সে ছবিতে এমন একটি প্রশ্ন রাজামৌলি ছেড়ে রেখেছিলেন, যে প্রশ্নের উত্তর খুঁজতে হন্যে হয়েছিলেন দর্শকরা৷ কেন কাটাপ্পা বাহুবলীকে মারল- এর উত্তর নিয়ে কম জল্পনা হয়নি৷ ফলে তিলে তিলে যে উন্মাদনার জন্ম হয়েছে, যে আগ্রহ তৈরি  হয়েছে, তারই ফলশ্রুতি দ্বিতীয় পর্বের এই অভাবনীয় সাফল্য৷ মুক্তি পাওয়ার পর থেকেই তাই অব্যাহত বাহুবলীর বিজয়রথ৷ প্রত্যাশামতোই হাজার কোটির ক্লাবে পা রেখেছিল বাহুবলী৷ মুক্তির তিন সপ্তাহ পেরতে না পেরতেই এবার ছুঁয়ে পেল  ১৫০০ কোটি টাকার গণ্ডিও৷ ছবির অন্যতম প্রযোজক করণ জোহরও এ কথা ঘোষণা করেছেন৷

Advertisement

প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ‘বাহুবলী ২’-এর এ নজির অবশ্য ভারতের আঞ্চলিক সিনেমা ইন্ডাস্ট্রিগুলোকেও আশার আলো দেখাচ্ছে৷ বাহুবলীর গল্প তো নতুন কিছু নয়৷ কিন্তু সময়ের বিভিন্ন উপাদানগুলো বজায় রেখে যেভাবে সে কাহিনির উপস্থাপনা হয়েছে, প্রযুক্তির ব্যবহার করে যেভাবে রূপকথাকে জীবন্ত করা হয়েছে, তা মোহিত করেছে দেশের আপামর সিনেপ্রেমীকে৷ আর সেই আবেগই ক্রমশ এগিয়ে দিচ্ছে বাহুবলীকে৷  বক্স অফিসে এই অভাবনীয় বাজিমাতই তার ইঙ্গিত দিচ্ছে৷ ফলত তথাকথিত বলিউডকে পেরিয়েও যে আঞ্চলিক ইন্ডাস্ট্রিও যে দেশে আদিপত্য করতে পারে, বাহুবলী যেন তারই প্রমাণ দিচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ