Advertisement
Advertisement

Breaking News

তারকাখচিত ‘ঠাগস অফ হিন্দোস্তান’-কে পিছনে ফেলে ২০০ কোটির ক্লাবে ‘বাধাই হো’

পারিবারিক গল্পেই বাণিজ্যিক প্রতিযোগিতার বৈতরণী পার করল ‘বাধাই হো’৷

'Badhaai Ho' beats 'Thugs of Hindostan'
Published by: Sayani Sen
  • Posted:November 21, 2018 8:53 pm
  • Updated:November 21, 2018 8:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পর থেকেই ‘বাধাই হো’-এর সাফল্যের শেষ নেই৷ এবার তারকাখচিত ‘ঠাগস অফ হিন্দোস্তান’-কেও পিছনে ফেলে দিল৷ ৩৩ দিনে ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল আয়ুষ্মান খুরানা অভিনীত এই সিনেমা৷ চলতি বছরে বক্স অফিসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আয় করেছে ‘বাধাই হো’৷

[শিখদের ধর্মীয় ভাবাবেগে ‘আঘাত’, জেরার মুখে অক্ষয় কুমার]

জঙ্গলি এবং ক্রোম পিকচার্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ‘বাধাই হো’৷ আয়ুষ্মান খুরানা ছাড়া সেভাবে কোনও বড় তারকাকেও দেখা যায়নি সিনেমায়৷ চিত্রনাট্যের রন্ধ্রে রন্ধ্রে উঠে এসেছে একটি পারিবারিক গল্প৷ এখানে বছর ২৫-র এক যুবকের ভূমিকায় দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানাকে৷ চরিত্রের নাম নকুল৷ সহকর্মী রেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে৷ প্রথম পর্যায়ে দেখে দর্শকরা ভেবেছিলেন হয়তো রেনে আর নকুলের প্রেমের গল্পেই এগিয়ে যাবে ‘বাধাই হো’-র চিত্রনাট্য৷ একঘেয়ে নায়ক-নায়িকার প্রেমের গল্পে টুইস্ট আনাই ছিল পরিচালকের লক্ষ্য৷ সিনেমায় দেখা যায়, আচমকাই আয়ুষ্মানের মা গর্ভবতী হয়ে পড়েছেন৷ ২৫ বছর বয়সি এক যুবকের মায়ের আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা নিয়ে এগোতে থাকে গল্প৷ নতুন অতিথির আগমনের সম্ভাবনার মাঝেই জোড়া লাগে আয়ুষ্মানের মা এবং ঠাকুমার সম্পর্ক৷ আবার আয়ুষ্মান ও তাঁর প্রেমিকার সম্পর্ক এগিয়ে গিয়ে দাঁড়ায় ভাঙনের মুখে৷ ক্লাইম্যাক্স যতই সম্পর্ককে ভাঙনের মুখোমুখি নিয়ে যাক না কেন পারিবারিক সিনেমার হ্যাপি এন্ডিং হবে না তা আবার হয় নাকি? তাই তো একে অপরে মিলেমিশেই শেষ হয়েছে ‘বাধাই হো’৷

Advertisement

[‘মোগলি’ আসছে নেটফ্লিক্সে, নেপথ্যে কণ্ঠ দিচ্ছেন একঝাঁক বলি তারকা]

‘বাধাই হো’ মুক্তির প্রায় দু’সপ্তাহ পর প্রেক্ষাগৃহে আসে ‘ঠাগস অফ হিন্দোস্তান’৷ অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ-সহ প্রথম সারির একাধিক তারকাখচিত এই সিনেমা প্রথম দুটি সপ্তাহে বক্স অফিসে আয় করেছিল ভালই৷ সিনেমা মুক্তির ১ মাস ৩ দিনের মাথায় ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর সাফল্যকে ম্লান করে দিল ‘বধাই হো’৷ পারিবারিক গল্পেই বাণিজ্যিক প্রতিযোগিতার বৈতরণী পার করলেন পরিচালক৷ দর্শকদের মন জয় করে ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল এই সিনেমা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ