Advertisement
Advertisement

একই মঞ্চে সেরার তকমা জিতলেন সলমন-অনুষ্কা

ছোটপর্দায় দেখার আগে এক নজরে জেনে নিন আর কোন ছবি ও অভিনেতা কী পুরস্কার পেলেন।

Big B-Salman bags Zee Cine Awards 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 11:24 am
  • Updated:March 12, 2017 11:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির, সলমন, শাহরুখ নন। অসাধারণ অভিনয় দিয়ে সেরার সেরা তকমা জিতে নিলেন বিগ বি। ‘পিঙ্ক’ ছবির জন্য জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরলেন অমিতাভ বচ্চন। তবে সলমন খানের ভক্তরা তাঁকে হতাশ করেননি। গত বছর মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবিতে দাবাং খানের অভিনয় মনে ধরেছিল সিনেপ্রেমীদের। আর সেই সুবাদেই দর্শকদের বিচারে সেরা অভিনেতার শিরোপা পেয়ে গেলেন সলমন।

winner-story_647_031217111913

Advertisement

শনিবার মুম্বইয়ে জি সিনে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। বি-টাউনের একঝাঁক তারকার উপস্থিতি ও পারফরম্যান্সে রঙিন হয়ে ওঠে পুরস্কারের অনুষ্ঠান মঞ্চ। প্রিয়াঙ্কা, দীপিকাকে পিছনে ফেলে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন বলিউডের নয়া সেনসেশন আলিয়া ভাট। আবার দর্শকরা সেরা হিসেবে বেছে নিলেন ‘সুলতান’ ছবির কুস্তিগির অনুষ্কা শর্মাকে। আমির খান সেরা অভিনেতার পুরস্কার না পেলেও তাঁর ছবি ‘দঙ্গল’ সেরা ছবির শিরোপা জিতে নিয়েছে। আর জুরিদের বিচারে গত বছরের সেরা ছবি হয়েছে ‘পিঙ্ক’। এদিকে, সেরা পরিচালকের পুরস্কার-সহ মোট ছ’টি জি সিনে অ্যাওয়ার্ড ঝুলিতে ভরেছে সোনম কাপুর অভিনীত ‘নীরজা’। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ গানের জন্য সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং।

Advertisement

ছোটপর্দায় দেখার আগে এক নজরে জেনে নিন আর কোন ছবি ও অভিনেতা কী পুরস্কার পেলেন।

সেরা সহ-অভিনেতা: ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সনস)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (নিরজা)
সেরা মিউজিক: অ্যায় দিল হ্যায় মুশকিল

সেরা ডেবিউ পরিচালক: অনিরুদ্ধ রায়চৌধুরি (পিঙ্ক)
সেরা গান: চান্না মেরেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ