সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বস-এ অংশগ্রহণ করে নজর কেড়েছিলেন সারা খান৷ টেলিভিশনের পর্দায় ঘরোয়া বউ হয়ে দর্শকের ড্রয়িংরুমে নিত্য তাঁর আনাগোনা৷ সেই অভিনেত্রীই শিরোনামে উঠে এলেন সম্পূর্ণ অন্য কারণে৷ ফাঁস হয়ে গেল তাঁর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও৷ অভিনেত্রীর স্নানের সে ভিডিও ও ছবি নিয়ে নেটদুনিয়ায় তুমুল শোরগোল৷
[ গায়িকা পলক মুচলকে উত্যক্ত করার অভিযোগ, অবশেষে পুলিশের জালে ‘ফ্যান’ ]
বাথটবে জলকেলিতে মগ্ন অভিনেত্রী সারা৷ নেটদুনিয়ায় এ ভিডিও পোস্ট হতেই অনেকের চোখ কপালে ওঠে৷ যে ইমেজে তাঁকে দেখতে অভ্যস্ত দর্শকরা, এ ভিডিও একদমই তার উলটো৷ ফলে অনেকেই বিস্মিত হন৷ তবে ছোটপর্দার চরিত্র আর ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা৷ সুতরাং তা নিয়ে চিন্তিত নন কেউই৷ তবে এরকম একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও কী করে সামনে চলে এল, তাই-ই অবাক করেছে নেটিজেনদের৷ ইদানিং মর্ফড ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ারও চলও হয়েছে৷ অনেকে সে আশঙ্কাও করেছিলেন৷ তবে ভিডিওটি পোস্ট করেছিলেন অভিনেত্রীর বোন৷ ফলে চক্ষু কর্ণের বিবাদভঞ্জন হয়৷
কিন্তু কেন এরকম কাজ? এ কি স্রেফ প্রচারের থাকার জন্যই করলেন অভিনেত্রী! নাকি ভুল করে এ কাজ হয়ে গিয়েছে? অভিনেত্রীর সাফাই, বাড়ির সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি৷ বোনের সঙ্গে বাথটাবে স্নান করার মধ্যে অশ্লীল কিছু নেই বলেই দাবি তাঁর৷ তাঁর বক্তব্য, এটা যে অত্যন্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ তবে ভুল করেই তাঁর বোন ভিডিওটি আপলোড করে ফেলেন৷ প্রায় সঙ্গে সঙ্গেই তা ডিলিট করে দেওয়া হয়৷ তবে তার মধ্যেই ভিডিওর স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়৷ নেটদুনিয়া ছেয়ে যায় নায়িকার নগ্ন ছবিতে৷ কোনওরকম প্রচারের উদ্দেশ্য ছিল না বলেই জানিয়েছেন সারা৷
[ বিশ্বকাপ জ্বরে আক্রান্ত টলিপাড়া, পছন্দের খেলোয়াড় নিয়ে মুখ খুললেন নায়িকারা ]
তবে এই ছবি ভাইরাল হয়ে যাওয়ার ঘটনা কি তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে না? সারা জানাচ্ছেন, ভুল মানুষমাত্রই করে থাকে৷ তাঁর বোনও ভুল করে ফেলেছেন৷ যখনই তা বুঝতে পারা গিয়েছে তখনই ভিডিও ডিলিট করেও দেওয়া হয়েছে৷ কিন্তু কিছু নমুনা থেকে গিয়েছে৷ তবে তাঁর পরিবারের লোকেরা এবং পরিচিত মানুষরা তাঁকে জানেন, চেনেন৷ ফলে এই একটা ভিডিওর জন্য কেউ যে তাঁদের খারাপ ভাববেন না, এমনটাই বিশ্বাস সারার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.