Advertisement
Advertisement

ক্যামেরার সামনে দাঁড়ানোর ‘আদত’ ভোলেননি বিপাশা, বড়পর্দায় কামব্যাক স্বামীকে সঙ্গে নিয়ে

রিয়েল লাইফের জোড়ি রিল লাইফে।

Bipasha Basu -Karan Singh Grover's film to hit screens next month
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2018 6:14 pm
  • Updated:May 29, 2018 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর নেশা কি ভুলে গিয়েছেন বিপাশা বসু? তাঁর অনুগামীরা ইতিউতি অনেকেই এ প্রশ্ন করেছেন। কিন্তু উত্তর মেলেনি। কারণ বিয়ের পর অভিনেত্রী ব্যস্ত ছিলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েই। মাঝমধ্যে ফটোশুট আর ইনস্টাগ্রামে ছবি দেওয়া। এর বাইরে বিপাশা বসুকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে বলি অন্দরের খবর, বছর দুয়েক পর ফেরে বড়পর্দায় কামব্যাক করছেন তিনি।

[  OMG! মারা গেলেন শ্রীলেখা মিত্র! এ কেমন ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী? ]

Advertisement

২০১৫ সালের ‘অ্যালোন’ সিনেমার কথা ভোলেননি অনেকেই। কারণ বিপাশা-করণের অনস্ক্রিন কেমিস্ট্রি অনুগামীদের চমকে দিয়েছিল। তারপরই সাত পাকে বাঁধা পড়া। ঘোরতর সংসারী হয়ে গেলেন ‘বং বিউটি’ বিপাশা। একদা বলিপাড়াকে যিনি যৌনতার নয়া পাঠ শিখিয়েছিলেন তিনি অনেকাংশেই যেন ঘরবন্দি হয়ে যান। কাজের নিরিখে তাঁর দেখা মেলা ভার। সম্বল বলতে শুধু ইনস্টাগ্রাম। তাতেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিলেন ফ্যানরা। তবে এবার বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। বলিঅন্দরের খবর, প্রায় বছর দুয়েক পর কামব্যাক করছেন বিপাশা। আর তাঁর বিপরীতে থাকছেন স্বামী করণ সিং গ্রোভারই। জানা যাচ্ছে, ‘অ্যালোন’ ছবির পরিচালক ভূষণ প্যাটেল এ ছবির চিত্রনাট্যকার। পরিচালনা করবেন বিক্রম ভাট। ছবির পুরোটাই শুট করা হবে লন্ডনে। গোড়ায় শোনা গিয়েছিল মে মাস থেকেই শুটিং শুরু হবে। তবে এখন জানা যাচ্ছে, জুনের গোড়া থেকে শুরু হবে শুটিং। শিডিউল ৪৫ দিনের। গোড়ায় যেভাবে গল্প ভাবা হয়েছিল পরে তা খানিকটা বদলানো হয়েছে। যোগ করা হয়েছে কিছু থ্রিলার এলিমেন্ট। এ বছরের শেষের দিকেই রিয়েল লাইফের জোড়িকে দেখা যাবে রিলেও।

[  ফ্যানদের ভিড়ে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেন জাহ্নবী, ভাইরাল ঘটনার ভিডিও ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement