Advertisement
Advertisement

অ্যাঞ্জেলিনার সঙ্গে সম্পর্ক ভাঙতে নারাজ ব্র্যাড!

কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন ব্র্যাড?

Brad reportedly misses deadline to respond to Jolie's divorce petition
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 5:56 pm
  • Updated:October 22, 2016 5:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের সম্পর্ক দেখে নিজেদের রিলেশনশিপ গোল সেট করতেন বহু মানুষ৷ কিন্তু এখন সেসব অতীত৷ অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের সম্পর্কটা এখন ইতিহাস৷ কিছুদিন আগেই সন্তানদের উপর ব্র্যাডের খারাপ আচরণকে কারণ দেখিয়ে ডিভোর্স ফাইল করেছেন অভিনেত্রী৷ কিন্তু খুব আশ্চর্যভাবেই বিচ্ছেদ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ব্র্যাড৷ জানা গিয়েছে, নানা অছিলায় তিনি ডিভোর্স পিটিশনের প্রত্যুত্তরে আদালতে হাজিরা দিচ্ছেন না৷ কানাঘুষো শোনা যাচ্ছে, সন্তানদের কথা ভেবেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা৷ আর সেই কারণেই বারংবার ডিভোর্স প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন তিনি৷

শোনা গিয়েছে, ইতিমধ্যেই নিজের সন্তানদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন অভিনেতা৷ ম্যাডক্স ছাড়া বাকি সন্তানরা দেখা করেছে তাঁর সঙ্গে৷

Advertisement

কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন ব্র্যাড, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে৷ কোনওভাবে কী সম্পর্ক ভাঙতে চাইছেন না তিনি? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement