BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

আপনাকে মুগ্ধ করবে সলমনের এই জওয়ান অবতার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 15, 2016 6:10 pm|    Updated: August 15, 2016 6:10 pm

Check Out Salman Khan's First Picture From Movie Tubelight

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে ছবির বিষয়বস্তু ১৯৬২’র ইন্দো-চিন যুদ্ধ। শুটিং চলছে লাদাখে। পাশাপাশি, এই প্রথম বলিউড পাচ্ছে তার চিনা নায়িকা। তার উপর আবার এই প্রথম ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। সব মিলিয়ে কবীর খানের আগামী ছবি ‘টিউবলাইট’ নিয়ে কৌতূহল এখন তুঙ্গে! কী বলিউড, কী ভক্তরা- সবাই মুখিয়ে রয়েছেন ছবির দু’-এক ঝলক দেখার জন্য!

Happy Independence Day from the team of #tubelight #Ladakh

A photo posted by Kabir Khan (@kabirkhankk) on


এবার সেই অপেক্ষা কিছুটা হলেও মিটবে। কবীর খান সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ‘টিউবলাইট’-এর একটি মুভি স্টিল। সেই ছবিতে এই প্রথম ভারতীয় জওয়ানের ভূমিকায় দেখা দিলেন সলমন খান।


অবশ্য, ক্রমাগতই নানা ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে চলেছেন কবীর। সবই ছবির শুটিয়ের নানা মুহূর্ত। কখনও খরস্রোতা নদীর পাশে দেখা যাচ্ছে সলমন আর তাঁর মধ্যাহ্নভোজনের ঝলক। কখনও বা দেখা যাচ্ছে লাদাখে শুটিং শেষে দলের হুল্লোড়!

Jumping at end of Ladakh schedule #tubelight #Ladakh #crew

A photo posted by Kabir Khan (@kabirkhankk) on


সে সব পেরিয়ে এই প্রথম দেখা যাচ্ছে ছবির দৃশ্য। আশা করাই যায়, ধীরে ধীরে আরও ছবি পোস্ট করবেন কবীর!

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে