সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের (Salman Khan) জন্মদিনে ধু্ন্ধুমার কাণ্ড। প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে বিপুল সংখ্যক অনুরাগী এসেছিলেন জলসার সামনে। ভিড় সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
মঙ্গলবার ৫৭ বছরে পা দেন বলিউডের সুলতান সলমন। তার আগের রাত থেকেই পরিবার, বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে বার্থডে সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। এদিকে জলসার সামনে অনুরাগীদের ভিড় জমতে থাকেন। শাহরুখ খান, কার্তিক আরিয়ানের মতো তারকারাও শুভেচ্ছা জানান ভাইজানকে। এদিকে বিভিন্ন জায়গা থেকে সলমন অনুরাগীরা জলসার সামনে একত্র হয়েছিল। উদ্দেশ্য একটাই। একটিবার ভাইজানের দেখা পাওয়া এবং ভিড়ের মধ্যে থেকেই চিৎকার করে জন্মদিনের শুভেচ্ছা জানানো।
[আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াই শেষ, বাবাকে হারালেন চঞ্চল চৌধুরী]
যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে ভিড়ের উপর প্রবলভাবে লাঠিচার্জ করা হচ্ছে। তাতেই যেন ছত্রভঙ্গ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাঠির ভয়ে দিকবেদিক শূন্য হয়ে সলমন খানের অনুরাগীরা ছুটে পালানোর চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। অনুরাগীদের সঙ্গে এমন ব্যবহার অনুচিত বলে মত প্রকাশ করেছেন তাঁরা। অনেকে আবার এভাবে সলমনের বাড়ির সামনের রাস্তায় ভিড় জমানোর কোনও প্রয়োজন ছিল না বলেও জানিয়েছেন।
View this post on Instagram
অবশ্য সলমন খান প্রতিবারের মতো এবারও অনুরাগীদের দর্শন দিয়ে জলসার বারান্দায় এসেছিলেন। সালাম, নমস্কার করে তাঁদের শুভেচ্ছা গ্রহণ করেছেন। আবার সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন সুপারস্টার।
View this post on Instagram