Advertisement
Advertisement
A. R. Rahman

মসজিদে হিন্দু যুগলের বিয়ে, ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কের মধ্যেই ভিডিও শেয়ার রহমানের

শুক্রবার মুক্তি পাবে 'দ্য কেরালা স্টোরি’।

A. R. Rahman shares video of Hindu couple tying the knot in mosque। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 4, 2023 8:41 pm
  • Updated:May 4, 2023 8:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবি নিয়ে বিতর্ক চলছে। শুক্রবারই মুক্তি পাওয়ার কথা ছবিটির। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করলেন সুরকার এ আর রহমান (A. R. Rahman)। যে ভিডিওয় দেখা যাচ্ছে কেরলের এক মসজিদে চার হাত এক হচ্ছে এক হিন্দু যুগলের। ‘আরও একটি কেরালা স্টোরি’ শীর্ষক ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘মনুষ্যত্বের জন্য ভালবাসাকে হতে হয় নিঃশর্ত ও নিরাময়যোগ্য।’

মিনিট দুয়েকের ওই ক্লিপে দেখা যাচ্ছে, কেরলের আলাপুজা শহরের এক মসজিদের ভিতরে বিয়ের অনুষ্ঠান চলছে এক হিন্দু যুগলের। ভিডিওয় বলা হয়েছে, কনের মায়ের পক্ষে বিয়ে দেওয়া সম্ভব ছিল না আর্থিক কারণে। আর তাই তিনি দ্বারস্থ হয়েছিলেন মসজিদ কমিটির। তারপরই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয় মসজিদের ভিতরে।

Advertisement

[আরও পড়ুন: লন্ডনে ভারতবিরোধী বিক্ষোভ! মায়ের শেষকৃত্যের জন্য মোদির কাছে ক্ষমাভিক্ষা কাশ্মীরি নেতার]

আগামী শুক্রবার অর্থাৎ ৫ মে ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পাবে। ছবির ট্রেলার মুক্তির পরই তুঙ্গে বিতর্ক। অভিযোগ, ট্রেলারে দেখানো হয়েছে, কেরল থেকে ৩২ হাজার মহিলা নিখোঁজ হয়ে যান, যাঁরা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। ছবির মাধ্যমে সংঘ পরিবার কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, এমনই অভিযোগ তোলেন কেরলের মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। সেই সঙ্গে কেরল সরকার এবং কংগ্রেসের তরফে ছবিটি সে রাজ্যে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে। ছবির নির্মাতাদের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুরও। বলে দেন, বাস্তবকে ভুলভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। বাকস্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে।

[আরও পড়ুন: শুক্রবার বুদ্ধপূর্ণিমাতেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ