Advertisement
Advertisement
Abhishek Bachchan

ঐশ্বর্যের ফিল্মি কেরিয়ারে অভিষেকই কাঁটা! জুনিয়র বচ্চনের জবাব অবাক করে দেবে

দাম্পত্য অশান্তির মাঝেই ভাইরাল অভিষেক বচ্চনের উত্তর!

Abhishek Bachchan on Aishwarya's Filmy career, Why he Liked Post On Divorce

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 20, 2024 11:16 am
  • Updated:July 20, 2024 1:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিয়ের পর থেকেই খুব কম সিনেমায় দেখা যায় ঐশ্বর্য রাইকে!’ ‘একা হাতে মেয়ে আরাধ্যাকে মানুষ করতেই নাকি অভিনেত্রী এহেন আত্মত্যাগ…’, এহেন নানা অভিযোগের ভিড়। অনুরাগীদের প্রশ্ন, ‘বচ্চন বাড়ির বউমাকে কেন এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না?’ এবার অভিষেক-ঐশ্বর্যর (Abhishek-Aishwarya)দাম্পত্য অশান্তির মাঝেই জুনিয়র বচ্চনের এক মন্তব্য ভাইরাল।

বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়! মাসখানেক ধরেই অভিষেক-ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ! জুনিয়র দম্পতিও একাধিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতিতে সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন। সম্প্রতি অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়িয়েছে। একাংশের ধারণা, দাম্পত্য ভাঙার পোস্টে লাইক ঠুকে জুনিয়র বচ্চন (Abhishek Bachchan) সম্ভবত সিলমোহরই বসিয়েছেন বিবাহ বিচ্ছেদের খবরে। এসবের মাঝেই ঘুরে ফিরে আবারও নেটপাড়া অতীত খুঁড়ে ঐশ্বর্যর ফিল্মি কেরিয়ার নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। আদৌ অভিনেত্রীর স্বল্প সংখ্যক ছবির নেপথ্যে জুনিয়র বচ্চন?

Advertisement

Aishwarya Rai Bachchan takes off her wedding ring

‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমা দেখার পর অভিষেক বচ্চন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, “দারুণ ছবি। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। খুব ভালো লাগছে। ছবির কলাকুশলীদের অসংখ্য অভিনন্দন। আমার অর্ধাঙ্গিনীর জন্যও ভীষণ গর্ববোধ হচ্ছে। এখনও পর্যন্ত এটাই ওঁর সেরা ছবি।” তাঁর এই পোসটের নিচেই জনৈক নেটিজেন মন্তব্য করেছিলেন যে, ঐশ্বর্যকে আরও বেশি করে সিনেমা করতে দিন। নজর এড়ায়নি জুনিয়র বচ্চনের। পালটা তিনি জবাব দেন, আমি ঐশ্বর্যকে ছবিতে কাজ করতে দেওয়ার কে? কোনও কিছুর জন্যই ওঁর আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’ অভিনেতার সেই উত্তর মন জিতে নিয়েছিল নেটপাড়ার। অতঃপর এবার যখন আবারও অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য অশান্তির গুঞ্জনে ভরে উঠেছে সোশাল পাড়া, তখন ঐশ্বর্যর অনুরাগীদের ছেটানো কাদা মুছতে ব্যস্ত অভিষেক অনুরাগীরা। তাঁরা আবারও মনে করিয়ে দিয়েছেন যে, আদতে সম্পর্ক ওঁদের মধ্যে যাই হোক না কেন, বচ্চনবধূর ছবির অন্যতম গুণমুগ্ধ জুনিয়র বচ্চন। তাঁর কেরিয়ারে মোটেই অন্তরায় হয়ে দাঁড়াননি অভিষেক।

[আরও প্রশ্ন: অগ্নিগর্ভ বাংলাদেশ, ‘নোংরা রাজনীতির নামে রক্তপাত বন্ধ হোক’, আর্জি চঞ্চল চৌধুরী, ফারুকীদের]

সম্প্রতি হিনা খন্ডেলওয়াল নামে জনৈকর বিবাহ বিচ্ছেদের পোস্টে লাইক করেছিলেন অভিষেক। যেখানে সাফ লেখা- “যখন ভালোবাসাই যখন কঠিন হয়ে ওঠে। বিবাহিত দম্পতিরা তখন প্রায়শই বিচ্ছেদের পথে হাঁটেন। তাঁদের এহেন সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ? কেন ধূসর বিবাহ বিচ্ছেদের সংখ্যা এত বাড়ছে?” এখানেই শেষ নয়! ওই পোস্টে বিবাহ বিচ্ছেদের হার বাড়া নিয়েও আলোচনা করা হয়েছে। ‘ডিভোর্স যে মোটেই সহজ পন্থা নয়, সেকথাও স্পষ্ট উল্লেখ রয়েছে সেখানে। প্রতিটা দম্পতিই স্বপ্ন দেখেন সারাটা জীবন একসঙ্গে পথচলার, বয়স হলেও পরস্পরের হাত শক্ত করে ধরে রাখার। কিন্তু সেই ইচ্ছে সবসময়ে পূরণ হয় না। একসঙ্গে অনেকটা সময় কাটানোর পরও ছোট-বড় বিষয়ের জন্য বৈবাহিক জীবনে ইতি টানার সিদ্ধান্ত নেন!’ অভিষেক সেই পোস্টে লাইক প্রতিক্রিয়া দিতেই ডিভোর্সের জল্পনা আরও বাড়ে। কিন্তু জানেন কি, ডক্টর জিরাক মেহেতার ওই পোস্ট কেন লাইক করেছিলেন অভিনেতা? আসলে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই ঐশ্বর্যর কাছের বন্ধু। সেই প্রেক্ষিতেই চেনা মানুষের পোস্টে লাইক করেন অভিষেক।

[আরও পড়ুন: মুছলেন ‘সেনগুপ্ত’ পদবী, মনখারাপের পোস্ট! যিশু-নীলাঞ্জনার সুখের সংসারে ভাঙন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement