Advertisement
Advertisement
Rishi Kaushik

‘একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের’, যিশু-নীলাঞ্জনার পর কি এবার ঋষি কৌশিক?

অভিনেতার পোস্টে বিচ্ছেদের গন্ধ পেল নেটিজেনরা।

Actor Rishi Kaushik facebook post goes viral
Published by: Akash Misra
  • Posted:July 24, 2024 8:54 pm
  • Updated:July 24, 2024 9:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তোলপাড় টলিপাড়া। তার উপর প্রকাশ্যে এসেছে যিশুর জীবনের নতুন নারীর ছবিও। এই বিচ্ছেদ গুঞ্জন নিয়ে যিশু বা নীলাঞ্জনা মুখ না খুললেও, সোশাল মিডিয়ায় নীলাঞ্জনা কিন্তু একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট দিয়েই চলেছেন। তবে যিশু রয়েছেন চুপ। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় এক অদ্ভুত পোস্ট দিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। তাঁর এই পোস্টে বিচ্ছেদের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা। তা কী লিখলেন ঋষি?

ঋষি তাঁর সোশাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন,
“মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সঙ্গে পথ চলার চেয়ে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের।” তা হঠাৎ এমন কেন পোস্ট ঋষির? সব ঠিক আছে তো!

Advertisement

Advertisement

[আরও পড়ুন: সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

এই পোস্ট নিয়ে ঋষি জানিয়েছেন, গোটা বিষয়টাই তাঁর ব্যক্তিগত। তাই এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চান না। আর সোশাল মিডিয়ায় কেন হঠাৎ এমন পোস্ট দিলেন, তা নিয়েও কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ঋষি।

ঋষির এই নতুন পোস্ট নিয়ে শোরগোল পড়লেও, কয়েকদিন আদে স্ত্রী দেবযানীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। সেই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ”বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর।”

মূলত টেলিভিশনের পর্দায় তাঁকে দেখা যায় ঋষি কৌশিককে। এই মুহূর্তে ‘ঝনক’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরার ‘মির্জ়া’-তে। কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’-তে মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কৌশিক।

[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ