সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় তিনি নায়িকাদের সঙ্গে রসায়ন জমিয়ে দেন। তাঁর অভিনয়, পর্দার রোম্যান্স, সারাদিনের শুটিং সবকিছুর পর দিনের শেষে তিনি একজন ফ্যামিলি ম্যান। তিনি অভিনেতা সোহম চক্রবর্তী কেউ আবার ভালোবেসে তাঁকে ডাকেন বিট্টু বলেও। স্ত্রী তনয়া ও দুই সন্তানের সঙ্গে তাঁর সুখী গৃহকোণ।
শনিবার স্ত্রী তনয়ার জন্মদিনে ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। ছবি পোস্ট করে ক্যাপশনে সোহম লিখেছেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ থাকো। তোমার সব ইচ্ছা ঈশ্বর যেন পূরণ করেন। আমার ভালোবাসা হয়ে থেকো। আমার পুচকু হয়ে থেকো। ভালোবাসি তোমায়। শেষ নিশ্বাস অবধি তোমাকে ভালোবাসবো।”
View this post on Instagram
উল্লেখ্য, স্বামী সোহম চক্রবর্তী টলিউডের নামী অভিনেতা হলেও স্ত্রী তনয়া কিন্তু থাকেন লাইমলাইট থেকে অনেক দূরে। তবে স্বামীর পাশে তাঁর কাজে সর্বক্ষণ থাকেন তিনি। তাঁর প্রযোজনা সংস্থার যে কোনও পুজো ও অনুষ্ঠানে দেখা মেলে তাঁর। ঘরকন্না, দুই সন্তান ও স্বামীর সঙ্গে সবসময় পাশে থাকা জীবনের নানা চরাই উতরাইতে। জীবনের সব পরিস্থিতিতে তাঁর পাশে থাকা স্বীকার করেছেন সোহম। এবারও তাঁর অন্যথা হল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.