১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

করোনা আক্রান্ত রূপা গঙ্গোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন দুঃসংবাদ

Published by: Suparna Majumder |    Posted: April 15, 2021 5:29 pm|    Updated: April 15, 2021 5:44 pm

Actress and Rajya Sabha MP Roopa Ganguly COVID-19 positive | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা (Corona Virus) পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। নববর্ষেও তার ব্যতিক্রম নেই। প্রথমবার একদিনে দেশে করোনার কবলে পড়লেন ২ লক্ষ মানুষ! শুধু ভারতে নয় যা গোটা বিশ্বের নিরিখেই রেকর্ড। এমন পরিস্থিতিতে করোনায় (COVID-19) আক্রান্ত হওয়ার কথা জানালেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। বৃহস্পতিবার ফেসবুক প্রোফাইলে লেখেন, “অবশেষে আমিও করোনায় আক্রান্ত। দুঃখিত বন্ধুরা।”

[আরও পড়ুন: সিনেমার পর্দায় বিনয়-বাদল-দীনেশের কাহিনি, প্রকাশ্যে ‘৮/১২’ ছবির টিজার]

উল্লেখ্য, বুধবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কোভিড পজিটিভ হওয়ার খবর মেলে। করোনা আক্রান্ত এসপি নেতা অখিলেশ যাদবও (Akhilesh Yadav)। উল্লেখ্য, ভোটের আগে একাধিকবার এ রাজ্যে প্রচারে এসেছিলেন যোগী আদিত্যনাথ। তারপরই রূপা গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে।
বাংলার সাহিত্য ও বিনোদন জগৎও মারণ ভাইরাসের ছোবল থেকে বাঁচতে পারেনি। বুধবার রাতে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের (Shankha Ghosh) করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। বর্ষীয়ান কবির পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২-৩ ধরেই জ্বর ছিল তাঁর। সেই কারণেই কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার ফল পজিটিভ আসে। বাড়িতেই বর্ষীয়ান কবির চিকিৎসা চলছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

মঙ্গলবার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষের (Chandrayee Ghosh) করোনা আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন টলিপাড়ার নায়িকা। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকে পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। কোভিড পজিটিভ হয়েছিলেন ‘দেশের মাটি’ ধারাবাহিকের নোয়া মানে শ্রুতি দাস। নতুন বছর শুরুর আগেই করোনা মুক্ত হয়েছেন তিনি। করোনা নেগেটিভ রিপোর্ট শেয়ার করে জানিয়েছেন সে খবর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Das (@shrutidas_real)

[আরও পড়ুন: নতুন বছরে বড় ঘোষণা প্রসেনজিতের, আবির-মিমিরা দিলেন বিশেষ বার্তা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে