Advertisement
Advertisement
Debalina Dutta

‘মধ্যরাতে হোটেল রুমে ডাকেন টলি সুপারস্টার’, এবার বিস্ফোরক দেবলীনা দত্ত

তুতো দাদা অরিন্দম শীল সাসপেন্ড হতেই মুখ খুললেন দেবলীনা দত্ত।

Actress Debolina Dutta said Tollywood superstar called her at hotel room
Published by: Sandipta Bhanja
  • Posted:September 8, 2024 7:59 pm
  • Updated:September 8, 2024 8:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের পর থেকে উত্তাল শহর। বাংলার গ্ল্যামার দুনিয়াতেও যৌন হয়রানি, হেনস্তার ঘটনায় উত্তাল সিনেমাপাড়া। যৌন হেনস্তার অভিযোগে শনিবার রাতেই অরিন্দম শীলকে বরখাস্ত করেছে ডিরেক্টর্স গিল্ড। এরপরই সমাজমাধ্যমে দেবলীনা দত্ত লেখেন, “সময়ই সব উত্তর দেয়। সময়কে চুপ করিয়ে রাখা যায় না।” নিজের সঙ্গে ঘটা অনভিপ্রেত অভিজ্ঞতার কথাও সংবাদমাধ্যমের কাছে জানালেন দেবলীনা।

দেবলীনা কথায়, টলিউডের কজন শিল্পী নিউ ইয়র্কে গিয়েছিলেন। সেখানে মায়ের সঙ্গে যোগ দিয়েছিলেন দেবলীনা নিজেও। সেখানেই এক টলিউড সুপারস্টারও উপস্থিত ছিলেন। যিনি জাতীয়স্তরেও খ্যাতনামা। বাংলা-হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই নামজাদা তারকা। সেই ট্যুরেই সেই খ্যাতনামা অভিনেতার হোটেলের ঘরে একদিন সকলে আড্ডা দিচ্ছিলেন। ভুল করে অভিনেত্রীর মা তাঁর রুমেই নিজের শাল ফেলে আসেন। এরপর ডিনারের সময়ে দেবলীনার রুম নম্বর জেনে নেন ওই অভিনেতা। রাত বারোটা বাজতেই সেই তারকা দেবলীনাকে ফোন করে তাঁর ঘর থেকে মায়ের শাল নিয়ে যেতে বলেন। অভিনেত্রীর জানান, সেই ইঙ্গিত না বুঝেই সেদিন ওই তারকার রুমে গিয়েছিলেন তিনি।। তবে শালটা সোফা থেকে নেওয়ার সময়েই ঘরের দরজা বন্ধ করে মদ্যপ অবস্থায় দেবলীনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই তারকা। এরপর অভিনেত্রী দৌড় গিয়ে দরজা খোলার চেষ্টা করায়, তিনি জিজ্ঞেস করেন, দেবলীনা চলে যেতে চান কিনা? তাঁর সম্মতি নেই দেখেই তিনি তাঁকে যেতে দেন।

Advertisement

[আরও পড়ুন: ফের পথে টলিপাড়া! মিছিলে জয়জিৎও, যৌন হেনস্তার অভিযোগে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি]

বর্তমানে তুতো দাদা অরিন্দম শীলকে যৌন হেনস্তার অভিযোগে যখন বরখাস্ত করেছে ডিরেক্টর্স গিল্ড, তখন সেই আবহেই নিজের অতীত কথা জানালেন দেবলীনা দত্ত। পাশাপাশি তিনি এও জানান যে, এরপরও ওই টলিউড তারকার সঙ্গে তাঁর দেখা হয়েছে। তিনি সবসময়ে ভালো ব্যবহার করেছেন।

[আরও পড়ুন: গণপতি উৎসবেই রণবীর-দীপিকার ঘরে এল লক্ষ্মী, ‘সেরা’ প্রতিক্রিয়া আলিয়া-প্রিয়াঙ্কাদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement