সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বলছে মণিপুর। আটকে মা-বাবা, স্বজন-পরিবার। শিয়রে কড়া নাড়ছে মৃত্যু! এদিকে মুম্বইতে বিনিদ্র রজনী কাটছে অভিনেত্রীর। তাঁর মাতৃভূমির হয়ে তো কোনও বলিউড তারকা সওয়াল করছেন না! যখন যখন উত্তর-পূর্ব ভারতের ছেলে-মেয়েরা দেশের হয়ে মেডেল জিতেছেন, তখনই টুইটার-সমাজ মাধ্যমের পাতায় হাততালি, শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। কিন্তু আজ যখন মণিপুর অশান্ত, তখন ‘কেন চুপ বলিউড?’ প্রশ্ন তুলেছেন মণিপুরের ভূমিকন্যা লিন লাইশ্রম।
এক মাসেরও বেশি মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি। এখনও পর্যন্ত মৃত্যুসংখ্যা শয়ের বেশি। আহতের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর। গোষ্ঠীহিংসার জেরে হাজার হাজার মানুষ ঘরছাড়া। সেনা, অসম রাইফেলস বাহিনির ছড়াছড়ি। গুলির শব্দে রাতের ঘুম উড়েছে। একমাস কাটলেও হিংসা থামেনি। সেখানেই আটকে রয়েছেন অভিনেত্রী লিন লাইশ্রমের মা-বাবা, পরিবার। চাইলেও মেয়ের কাছে আসতে পারছেন না। সেই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটছে অভিনেত্রীর। সেই প্রসঙ্গেই এবার বলিউডের কাছে প্রশ্ন ছুঁড়লেন লিন।
[আরও পড়ুন: ‘বড্ড কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, কাজলের ‘কালো পোস্টে’ তোলপাড় বলিউড]
লিন লাইশ্রমের কাতর আর্জি, “মা-বাবা মণিপুর চেড়ে আমার কাছে আসতে চাইছে, কিন্তু আমি ওদের এখানে আনতে পারছি না। বেশিরভাগ সময়ে নেটওয়ার্ক থাকছে না। তাই খোঁজও নিতে পারছি না। কেউ কি কোনও সমাধান দিতে পারেন?” এখানেই অবশ্য শেষ নয়। জ্বলন্ত মণিপুর নিয়ে বলিউডের নীরব ভূমিকা দেখেও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। লিনের মন্তব্য, “বলিউডের কথায় গোটা দেশ মাতে। মণিপুরের মীরাবাঈ চানু, মেরি কমরা মেডেল পান, তখন গোটা দেশ হাততালি দেয়। এখন ওঁদের বিপদের দিনে কোথায় সবাই? চুপ কেন?”