Advertisement
Advertisement

Breaking News

Nataliya Kozhenova

Russia-Ukraine Conflict: পরিবারটা বাঁচবে তো! দুশ্চিন্তায় বলিউডে কাজ করতে আসা ইউক্রেনের অভিনেত্রী

বলিউডের টানেই ভারতে এসেছিলেন নাতালিয়া কোজেনোভা।

Nataliya Kozhenova fears family's safety amid Russia-Ukraine crisis | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 27, 2022 10:51 am
  • Updated:February 27, 2022 3:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরো পরিবার রয়েছে ইউক্রেনে (Ukraine Crisis), আর তিনি মুম্বইয়ে। বলিউডের টানে ভারতে এসেছিলেন নাতালিয়া কোজেনোভা। এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। পরিবারের সদস্যদের কি আর দেখতে পাবেন? এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে তাঁকে। 

Nataliya Kozhenova 1

Advertisement

ইউক্রেনের রিভন শহরের বাসিন্দা  নাতালিয়া (Nataliya Kozhenova)। ২০১২ সালে ‘আনজুনা বিচ’ ছবির মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেন। তারপর ‘সুপার মডেল’, ‘তেরে জিসম সে জান তক’, ‘অতিথি তুম কব যাওগে’র মতো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অল্ট বালাজি প্ল্যাটফর্মের ‘গন্দি বাত’ সিরিজেও দেখা যায় নাতালিয়াকে। 

Advertisement

[আরও পড়ুন: বর্ডার পার হতে লাগছে ঘুষ! বিপাকে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) খবর পাওয়ার পর থেকেই আতঙ্কে অভিনেত্রী। রিভন শহরেই রয়েছেন তাঁর মা, সৎ বাবা, দুই ভাই এবং দুই ভাইপো। শেষবার যখন মায়ের সঙ্গে নাতালিয়ার কথা হয় তিনি জানিয়েছিলেন, রুশ সেনারা শহরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সেই কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Nataliya Kozhenova 2

পরিবারকে নিয়ে প্রবল চিন্তায় রয়েছেন নাতালিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে করা প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, সাধারণ মানুষ অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। কখন কী হবে? কেউ জানেন না। প্রিয়জনদের আর চোখের দেখা দেখতে পারবেন কিনা, তাও  জানেন না নাতালিয়া। মা-বাবার কিছু হয়ে অনাথ হয়ে যাবেন। তাঁরা ছাড়া তো আর কেউই নেই। এই অবস্থা থেকে মুক্তি পেতে ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করছেন অভিনেত্রী। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রাশিয়া।  শুক্রবারই রাজধানী কিয়েভে ঢুকে পড়ে রুশ সেনা। বোমার আঘাতে গুঁড়িয়ে যাচ্ছে বহুতল। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। অনেকেই আশ্রয় নিয়েছেন মাটির নিচে মেট্রো স্টেশন কিংবা বাঙ্কে। আমেরিকা কিংবা ন্যাটো সামরিক জোটের দেশগুলি ইউক্রেনে সেনা পাঠায়নি। তবুও অভাবনীয় প্রতিরোধ দেখিয়েছে ইউক্রেন (Ukraine)। দেশের মাটিকে শক্তিশালী রুশ (Russia) বাহিনীর হাত থেকে রক্ষা করতে লড়াই করছে তারা। 

[আরও পড়ুন: ইউক্রেনের পাশে জার্মানি, রাশিয়ার সঙ্গে লড়তে ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা ঘোষণা বার্লিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ