Advertisement
Advertisement
Sreelekha Mitra

বছরশেষের আগের দিন ২০২১ সালকে হাসি-কান্না মেশানো চিঠি লিখলেন শ্রীলেখা

আবেগঘন শব্দে ২০২১ সালকে বিদায় জানালেন অভিনেত্রী।

Actress Sreelekha Mitra wrote emotional letter to the year 2021 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 30, 2021 9:29 pm
  • Updated:January 20, 2022 6:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় বহমান। নিজের নিয়মেই বয়ে চলে। বর্তমান চোখের পলকে হয়ে যায় অতীত। যেমনটা হতে চলেছে ২০২১ সালের ক্ষেত্রে। গোটা একটা বছর শেষ হতে চলল। হাসি-কান্না মেশানো চিঠি লিখে তাকে বিদায় জানালেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বছরের শেষ দিনের আগেই তা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

চিঠির বয়ানে শ্রীলেখা লিখেছেন, 

Advertisement

প্রিয় ২০২১,
শেষ হওয়ার একদিন আগেই তোমায় চিঠি লিখছি। কারণ, কাল কিসনে দেখা… তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমাকে অনাথ করে দিয়েছো। তাই তোমাকে ভুলব তো নাই, ক্ষমাও করব না। আবার তুমিই আমাকে শিল্পী হিসেবে এমন ধাপে নিয়ে গিয়েছো, যেখানে যাওয়ার কথা আমিও কখনও ভাবিনি। আন্তর্জাতিক স্তরে তুমি আমাকে খ্যাতি এনে দিয়েছো। অবশ্যই ভেনিস চলচ্চিত্র উৎসবের কথা বলছি। অবশ্য এখানকার মানুষজন আমার ‘খামতি’ খুঁজতে ব্যস্ত থেকেছে (দেখো আমি কিন্তু কিচ্ছু ভুলি না)।
তাই আমার চোখে জল আর মুখে দুঃখের ভাজ (কেউ কেউ বলেন এটাই নাকি সেরা অভব্যক্তি)।  আমি বলি ‘কে সেরা সেরা… জো ভি হো সো হো’… ততক্ষণ পর্যন্ত….

Advertisement

Sreelekha Facebook Post

[আরও পড়ুন: ওমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন শ্রাবন্তী! বিয়ের ভিডিও দেখে টলিউডে শোরগোল]

এভাবেই চিঠি অসমাপ্ত রেখেছেন শ্রীলেখা। কাহিনি যে এখনও শেষ হয়নি, তারই যেন ইঙ্গিত দিলেন অভিনেত্রী। শনিবার নতুন বছরে নতুন করে জীবন শুরু হবে।  ওমিক্রন (Omicron) আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু জীবন তো থেমে থাকবে না। তা সময়েই মতোই চলমান। পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝেই পরিবর্তনকে আপন করে নেবে। যেমন প্রতিপদে করেছেন শ্রীলেখা। সেই আপডেট তিনি অনবরত সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন। 

অভিনেত্রীর এই পোস্টের প্রতিক্রিয়া দিতে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন, “দেখা হবে নতুন ভোরে।” এত সুন্দরভাবে পুরনো বছরের ভাল-মন্দের ব্যাখ্যা করেছেন অভিনেত্রী তাতে অনেকেই মুগ্ধ হয়েছে। সেকথা কমেন্টবক্সে জানিয়েওছেন। 

[আরও পড়ুন: চলতি বছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ