Advertisement
Advertisement
Ranbir Alia Animal

‘বউ পেটাবে…’, আলিয়ার উপর ‘খবরদারি’ করা রণবীরের এত ভয় কেন?

সবার সামনেই এমন কথা বলেছেন রণবীর।

'Alia would've 'beaten me up'...', Ranbir Kapoor said during 'Animal' promotion | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 26, 2023 10:14 am
  • Updated:November 26, 2023 10:14 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) উপর খবরদারি করেন। এমন অভিযোগ রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিরুদ্ধে একাধিকবার উঠেছে। সেই রণবীরই বউয়ের ভয়ে কাঁটা! ‘অ্যানিম্যাল’-এর (Animal Movie) প্রচারে গিয়ে আবার সবার সামনেই সেকথা বললেন অভিনেতা।

Alia Bhatt, Ranbir Kapoor

Advertisement

‘অ্যানিম্যাল’ ছবিতে হিংস্র অর্জুন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। দুদিন আগে ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। তাতে রণবীরের মারকাটারি মেজাজ দেখে ছিটকে গিয়েছেন অনুরাগীরা। এমন চরিত্র রণবীরকে কতটা প্রভাবিত করেছিল? বাড়িতে গিয়ে কি অর্জুনের খোলস থেকে বেরিয়ে আসতে পারতেন? প্রশ্ন করা হয় অভিনেতাকে। এর উত্তরেই রণবীর বলেন, “অ্যানিম্যাল-এর শুটিংয়ের পর ওই চরিত্র হিসেবে বাড়ি গেলে আলিয়া আমাকে পেটাবে।”

[আরও পড়ুন: কোচি কনসার্টের ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত নিকিতা গান্ধী, সোশাল মিডিয়ায় দিলেন বার্তা]

মজার ছলেই বউয়ের হাতে মার খাওয়ার কথা বলেছেন রণবীর। এর পরই আবার অভিনেতা বলেন, “অ্যানিম্যাল শুরু করার সময় এই সুইচ অন আর সুইচ অফের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ সেই সময় রাহার জন্ম হয়েছিল, আর আমি তখন এক ছোট্ট সন্তানের বাবা। সেটে গিয়ে এই সমস্ত কিছু করার পর যখন বাড়ি ফিরে যখন মেয়ের মুখটা দেখতাম সেই মুহূর্তটা অদ্ভূত সুন্দর ছিল।”

Raha

পয়লা ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’। ছবিতে রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, রশ্মিকা মন্দানা। আর ভিলেন হিসেবে সাড়া ফেলে দিয়েছেন ববি দেওল। রণবীর ও ববির দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ছবির অগ্রিম বুকিংয়ের হারও বেশ ভালো। প্রথম দিনেই পঞ্চাশ কোটি আয় করে ফেলতে পারে ‘অ্যানিম্যাল’। এমনটাই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: চতুর্থ বিয়ের এক সপ্তাহেই নেশামুক্তি কেন্দ্রে নোবেল, বাপের বাড়ি ফিরলেন ‘নতুন বউ’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement