Advertisement
Advertisement
Thar trailer out

রহস্যে মোড়া ‘থর’ মরুভূমিতে ছেলের সঙ্গে জুটি বাঁধলেন অনিল কাপুর, দেখুন ট্রেলার

নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

Anil Kapoor and Harsh Varrdhan team up for Netflix thriller | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 18, 2022 4:33 pm
  • Updated:April 18, 2022 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটফ্লিক্সে (Netflix) এবার হইচই ফেলে দিতে আসছেন অনিল কাপুর (Anil Kapoor) ও তাঁর ছেলে হর্ষবর্ধন কাপুর (Harshvardhan Kapoor)। ছবির নাম ‘থর’। রহস্য, অ্যাকশনে মোড়া এই ছবি দিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন অনিল ও হর্ষবর্ধন। এর আগে নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’ সিরিজে দেখা গিয়েছিল বাপ-ছেলেকে।

এক প্রতিশোধের গল্পই উঠে আসবে এই ছবিতে। এখানে হর্ষবর্ধনের চরিত্রে নাম সিদ্ধার্থ। যে অ্যান্টিক পাচারের সঙ্গে যুক্ত। অন্যদিকে, পুলিশের চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর। এই ছবিতে হর্ষবর্ধনের বিপরীতে দেখা যাবে ফতিমা সানা শেখকে। এই ছবির পরিচালক রাজ সিং চৌধুরী। ছবির চিত্রনাট্যও তারই লেখা।

Advertisement

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

প্রকাশ্যে এসেছে এই ছবিরই ট্রেলার। যেখানে দেখা গিয়েছে, অনিল ও হর্ষবর্ধনকে একেবারে অ্যাকশন প্যাকড অবতারে। ৬ মে মুক্তি পাবে এই ছবি।

[আরও পড়ুন: হুবহু এক, কঙ্গনার শাড়ি নকল করে তৈরি আলিয়ার বিয়ের পোশাক? কটাক্ষ নেটিজেনদের]

তবে এই ছবিতে শুধু অভিনয় নয়। প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন হর্ষবর্ধন। তাঁর কথায়, ‘বহুদিন ধরে এই সময়টার অপেক্ষায় ছিলাম। এবার দর্শকদের এই ছবিটা ভাল লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আসলে, এই ছবিটা একেবারে অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। ‘

[আরও পড়ুন: সাফল্যের শীর্ষে মাধবনপুত্র, রুপোর পর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা পেল বেদান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement