Advertisement
Advertisement
Animal

‘ভালো লাগেনি…’, ভাই ববির প্রশংসা করেও রণবীরের ‘অ্যানিম্যাল’কে ধুয়ে দিলেন সানি দেওল!

কী বললেন 'ঢাই কিলো কা হাতের' মালিক?

Animal: Sunny Deol Opens Up On Bobby Deol, Ranbir Kapoor’s Film | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 15, 2023 12:33 pm
  • Updated:December 15, 2023 12:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘অ্যানিম্যাল’। নিন্দে-সমালোচনা যতই হোক, ক্যাশবাক্স কিন্তু উপচে পড়ছে! পয়লা ডিসেম্বর রিলিজের পর রণবীর কাপুরের (Ranbir Kapoor) পাশাপাশি যে অভিনেতাকে নিয়ে দর্শকদের এত মাতামাতি, তিনি ববি দেওল। তবে যে ছবিতে ভাইয়ের অভিনয় দেখে দর্শক অনুরাগীদের এত উন্মাদনা, এবার সেই ‘অ্যানিম্যাল’ নিয়েই কিনা বড়সড় কথা সানি দেওলের (Sunny Deol) মুখে। সোজাসাপটা বললেন, “বেশ কিছু দৃশ্য ভালো লাগেনি।”

সিনেমার গৌণ চরিত্র হয়েও ‘অ্যানিম্যাল’-এ (Animal) ববি দেওলের (Bobby Deol) অভিনয় যে মারাত্মক শোরগোল ফেলে দিয়েছে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। ‘আশ্রম’ সিরিজে তিনি নজর কেড়েছিলেন ঠিকই, কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফ্রেমে যেরকম অবতারে ধরা দিলেন, তাতে ববির ফিল্মি কেরিয়ারের নতুন ইনিংসের হুঙ্কার আন্দাজ করা গেল। ‘বিচ্ছু বয়’-এর দাপুটে প্রত্যাবর্তন নিয়ে বর্তমানে সিনে সমালোচকদের কলমেও প্রশংসার বন্যা। শুধু তাই নয়, ‘অ্যানিম্যাল’ দেখে সিনেদর্শকদের আক্ষেপ, কেন ছবিতে ববি দেওলের স্ক্রিন প্রেজেন্স আরেকটু বেশি দের্ঘ্যের রাখলেন না পরিচালক! এবার ‘ঢাই কিলো কা হাতের’ মালিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়ি পরে আইবুড়ো ভাত খেলেন সায়নী, আজই ‘চণ্ডীগড় দি ভাবি’ হচ্ছেন নায়িকা]

সংবাদ সংস্থা পিটিআই-এর মুখোমুখি হয়ে সানি দেওল ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। তবে সিনেমার বেশ কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন তিনি। ‘গদর ২’ অভিনেতার কথায়, “আমি ববির জন্য সত্যিই খুব খুশি। ‘অ্যানিম্যাল’ দেখেছি। ভালো লেগেছে। ভালো ছবি। তবে বেশ কয়েকটা দৃশ্য আমার পছন্দ হয়নি। অনেক সিনেমাতেই যেমন ভালো লাগে না। এমনকী আমার নিজের ছবিতেও। একজন দর্শক হিসেবে আমার ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার রয়েছে। ‘অ্যানিম্যাল’-এর গানগুলো ভালো। সিনেমার দৃশ্যের সঙ্গে মানিয়ে গিয়েছে। ববি নিজের মতোই সাবলীল ববি। এখন তো ও আবার লর্ড ববি।”

প্রসঙ্গত, কাপুর এবং ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, “বলিউড দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি কোনওদিন।” ‘গদর ২’ ছবির ব্যবসা দিয়েই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব দিয়েছেন জেষ্ঠপুত্র সানি দেওল। এবার ‘অ্যানিম্যাল’ ছবির সুবাদেই ষোলো কলা পূর্ণ করলেন ববি দেওল।

[আরও পড়ুন: পাশে নেই রণবীর, অন্য কাউকে নিয়ে তিরুপতি দর্শনে দীপিকা, ‘সংসারে অশান্তি’ই কাল?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement