সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চির নিন্দ্রায় বন্ধু! তোমাকে বিদায়। সতীশ কৌশিকের নিথর দেহের সামনে হাপুস নয়নে কাঁদছেন বলিউড অভিনেতা অনুপম খের। ৪৫ বছর ধরে যে বন্ধুর সঙ্গে জীবনের ওঠা-পড়া দেখেছেন অনুপম, সেই বন্ধুই এখন শেষ শয্যায়। আর তাই তো বন্ধুকে হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না অনুপম। বন্ধুর নিথর দেহর দিকে অপলক তাকিয়ে থেকে শুধুই কেঁদে চললেন। অনুপমের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউডের বিখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। বয়স হয়েছিল ৬৭ বছর। বলি অভিনেতা ও পরিচালকের মৃত্যুর খবর টুইট করে জানান সতীশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের (Anupam Kher)। দুই বন্ধুকে ৭ মার্চ জাভেদ আখতারের বাড়ির হোলির পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল।
View this post on Instagram
[আরও পড়ুন: মীনাক্ষি অতীত, ছাদনাতলায় দুর্নিবার-মোহরের শুভদৃষ্টি, কন্যাপক্ষ হয়ে হাজির স্বয়ং প্রসেনজিৎ! ]
বন্ধুর সঙ্গে নিজের ছবি-সহ বৃহস্পতিবার সকালে অনুপম টুইট করেন, “আমি জানি, মৃত্যুই সবচেয়ে বড় সত্যি। কিন্তু আমার প্রিয় বন্ধুর জন্য এটা লিখতে হবে স্বপ্নেও ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্বে আচমকা পূর্ণচ্ছেদ! সতীশকে ছাড়া জীবন কখনই একরকম থাকবে না। ওম শান্তি।”